Pawan Singh vs Babul Supriyo: ২৭ দিন পর এলো উত্তর! বাবুল সুপ্রিয়কে চাপে ফেলে দিলেন পবন সিং

নিজস্ব প্রতিবেদন : আগামী লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে এখনো জট কাটেনি। প্রার্থী নিয়ে জট কাটে নিয়ে মূলত দেশের শাসক দল বিজেপির। বিজেপির তরফ থেকে যে প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল তাতেই আসানসোলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল পবন সিংয়ের (Pawan Singh)। কিন্তু প্রার্থী ঘোষণার পর আচমকা বেঁকে বসেন পবন সিং এবং আসানসোল থেকে প্রার্থী না হওয়ার ঘোষণা করেন।

অন্যদিকে পবন সিংকে যখন প্রার্থী হিসেবে বিজেপির তরফ থেকে নাম ঘোষণা করা হয় সেই সময় প্রথম যিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি হলেন আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বাবুল সুপ্রিয়র সেই প্রতিক্রিয়ায় পবন সিং এতদিন চুপচাপ থাকলেও অবশেষে ২৭ দিন পর মুখ খুললেন পবন সিং। শুধু মুখ খোলা নয়, পাশাপাশি বাবুল সুপ্রিয়কে (Pawan Singh vs Babul Supriyo) চ্যালেঞ্জ ছুঁড়ে রীতিমতো চাপে ফেলে দিলেন এই ভোজপুরি গায়ক পবন সিং।

পবন সিংকে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পর বাবুল সুপ্রিয় পবনের চারটি গানের পোস্টার তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন, বাংলার মা-বোনেদের এই সকল গানে অসম্মান করা হয়েছে। কিন্তু বাবুল সুপ্রিয়র সেই দাবি মোটেই ঠিক নয়। এমন কি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে পবন সিং শিল্পীসত্ত্বাকে নিয়ে মিথ্যা প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন। এছাড়াও তিনি বাবুল সুপ্রিয়কে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, ‘অভিযোগ সত্য প্রমাণিত হলে রাজনীতি এবং সংগীত জগত থেকে সন্ন্যাস নেব।’

আরও পড়ুন 👉 Rekha Patra’s Mother in Law: বৌমাকে জেতাতে বুড়ো বয়সে কাঁধে নিলেন গুরু দায়িত্ব! রেখার শ্বাশুড়িকে স্যালুট জানাবেন আপনিও

বাবুল সুপ্রিয় প্রথম পবন সিংকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছিলেন গত ২ মার্চ। কিন্তু তারপর পবন সিং কোন প্রত্যুত্তর দেননি। তিনি এতদিন চুপচাপ থাকার পর ২৯ মার্চ অর্থাৎ ২৭ দিন পর বাবুল সুপ্রিয়কে জবাব দিলেন। বাবুল সুপ্রিয়কে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় এমন জবাব দিয়েছেন পবন সিং। যদিও এখনো পর্যন্ত পবন সিংয়ের প্রত্যুত্তরের পাল্টা দিতে দেখা যায়নি বাবুল সুপ্রিয়কে।

বাবুল সুপ্রিয় যে চারটি গানের পোস্টার তুলে ধরেছিলেন সেগুলি হল ‘বাঙালওয়ালি মাল’, ‘সওতীন বাঙাল সে’, ‘বাঙ্গাল সে লিয়া আয়েম সওতীন’ এবং ‘বাঙ্গাল কি পানি।’ অন্যদিকে পবন সিং বাবুল সুপ্রিয়র এমন দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি লিখেছেন, “পাল্টা দিতে চাইছিলাম না কিন্তু আপনি কেবলমাত্র পবন সিংয়ের মন ভাঙ্গেন নি, পাশাপাশি আপনি আঘাত করেছেন ৪০ কোটি ভোজপুরিভাষীদের। ভোজপুরি শিল্পকে যারা ভালোবাসেন তাদের আঘাত করেছেন।”