Railway Rules: মানতে হবে রেলের এই সব নিয়ম, অন্যথায় দিতে হবে বড় অংকের জরিমানা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Railway Rules: মানতে হবে রেলের নিয়ম, অন্যায় দিতে হবে বড় অংকের জরিমানা। রেলের যাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের জন্য একাধিক নিয়মের (Railway Rules) প্রচলন করা হয়েছে। কিন্তু তার বেশিরভাগই মানেন না যাত্রীরা। এখন থেকে মেনে চলতে হবে সমস্ত নিয়ম। নিয়ম অমান্য করলেই দিতে হবে জরিমানা। ভারতীয় রেলের এই সিদ্ধান্ত স্পষ্ট ভাষায় জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অতএব এখন থেকে ট্রেনে ওঠার আগে সমস্ত নিয়ম ভালো করে জেনে নিন। এবং সেই সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করুন।

Advertisements

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যে সারা ভারত জুড়ে একাধিক উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। বিভিন্ন উৎসবকে ঘিরে বেশ কয়েকদিনের ছুটি পাওয়া যায় এই সময়টায়। আর সেই কারণে ভ্রমন প্রিয় পর্যটকদের মধ্যে ঘুরতে যাবার প্রবণতা দেখা যায় এ সময়। কিন্তু এখন থেকে যারা ট্রেনে করে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। বিশেষত দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য জয়ী করা হয়েছে সতর্কবার্তা। এখন থেকে ট্রেনে উঠলে রেলের নিয়ম (Railway Rules) মেনে যাতায়াত করতে হবে। নিয়ম না মানলেই বড় অংকের জরিমানা দিতে হবে যাত্রীকে।

Advertisements

ট্রেনের একাধিক নিয়মের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ নিয়ম হলো বৈধ টিকিটের ব্যবহার করা। ট্রেনে যাতায়াত করতে চাইলে বৈধ টিকিট ব্যবহার করতে হয়। কিন্তু অনেকেই এমন আছেন যারা টিকিটের অপব্যবহার করে থাকেন। ব্রিটিশ আমল থেকে একটি নিয়ম (Railway Rules) চলে আসছে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে। অসংরক্ষিত টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় যাত্রা করা যায় না। কিন্তু এই নিয়মটাই কেউ মানেনা বললেই চলে। বহু ক্ষেত্রে দেখা যায় অসংরক্ষিত টিকিট নিয়েই সংরক্ষিত কামরায় যাত্রা করছেন বহু যাত্রী।

Advertisements

আরো পড়ুন: রেল স্টেশনের নামের পাশে রোড কথাটি লেখার পিছনের আসল রহস্য

দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে রিজার্ভেশনের টিকিট কাটার জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। অনলাইনেও টিকিট কাটা যায়। অথবা অফলাইনে টিকিট কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যায়। অনলাইনে টিকিট কাটা হলে যদি টিকিট কনফার্ম না হয়, তাহলে নিজে থেকেই তা ক্যান্সেল হয়ে যায়। রোল কর্তৃপক্ষ সেই টিকিটকে বাতিল করে দেয়। কিন্তু টিকিট কাউন্টার থেকে যদি টিকিট কাটা হয় তাহলে যাত্রীকে নিজেকে সেই টিকিট বাতিল করতে হয়। অনেককে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর রিজার্ভেশন কনফার্ম না হওয়া সত্বেও সেই টিকিট নিয়ে সংরক্ষিত কামনায় যাত্রা করতে দেখা যায়। শুরুর দিন থেকে এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু কেউই এতদিন তা সঠিকভাবে পালন করেননি। টিকিট পরীক্ষকরাও দিনের বেলায় সংরক্ষিত কামড়ায় যাত্রা করার অনুমতি দিতেন। কিন্তু এখন থেকে আর তেমনটা করা যাবে না।

সংরক্ষিত টিকিটের অধিকারী যাত্রীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ করা হয়েছে রেল কর্তৃপক্ষের কাছে। তাদের দাবি অসংরক্ষিত টিকিটের যাত্রীরাই ভরিয়ে রেখেছেনশ ফলে সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও পরিষেবা সঠিকভাবে গ্রহণ করতে পারছে না যাত্রীরা। এই অভিযোগের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ করল রেল। নিয়ম অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র সংরক্ষিত টিকিটের অধিকারীরাই যাত্রা করার সুযোগ পাবেন। ২৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে এই অপরাধের জন্য। এছাড়াও দিতে হবে যতটুকু পথযাত্রা করা হয়েছে তার উপযুক্ত ভাড়া। এছাড়াও টিকিট পরীক্ষকের কাছে ক্ষমতা থাকবে পরবর্তী যেকোন স্টেশনে সেই যাত্রীকে নামিয়ে দেওয়ার। তবে অসংরক্ষিত টিকিট থাকলে তা দিয়ে সাধারণভাবে যাত্রা করা যেতে পারে তবে। তা আগে থেকে টিকিট পরীক্ষাকে জানাতে হবে।

Advertisements