নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে বর্তমানে রান্নার গ্যাস কানেকশন পৌঁছে গেছে প্রায় ৩০ কোটির কাছাকাছি মানুষের রান্না ঘরে। যে কারণে প্রতিনিয়ত বেড়েই চলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের চাহিদা। আর এই চাহিদা বাড়ার পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে অনেকটাই। বর্তমানে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৭০০ টাকার বেশি। তবে এমত অবস্থাতেই জানা গিয়েছে অনলাইনে পেমেন্টের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করলে মিলতে পারে ৭০০ টাকা ছাড়।
রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে এই ৭০০ টাকা ছাড়ের অফার নিয়ে এসেছে দেশের বৃহত্তম পেমেন্ট ব্যাঙ্ক সংস্থা Paytm। এই অফার সেই সকল উপভোক্তাদের জন্য যারা প্রথমবার Paytm থেকে সিলিন্ডার বুক করবেন। বুক করার ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি মেনে চলতে হবে।
পদ্ধতি
১) Paytm অ্যাপ ডাউনলোড এবং তাতে অ্যাকাউন্ট করে নিতে হবে।
২) অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর ‘recharge and pay bills’ অপশনে গিয়ে ‘book a cylinder’ বিকল্প বেছে নিতে।
৩) ‘book a cylinder’ অপশনে ক্লিক করার পর কোন সংস্থার রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে চাইছেন তা বেছে নিতে হবে। অর্থাৎ ভারত গ্যাস, এইচপি গ্যাস বা ইন্ডেন।
৪) গ্যাস সরবরাহকারী সংস্থা বেছে নেওয়ার পর দিতে হবে গ্যাস কানেকশনের সাথে থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা এলপিজি কানেকশনের আইডি।
৫) বুকিং করার শেষ পর্যায়ের আগে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সময় দেখিয়ে দেওয়া হবে কত টাকা আপনার থেকে সিলিন্ডার বুকিংয়ের জন্য ধার্য করা হচ্ছে।
৬) পেমেন্ট দেওয়ার সময় প্রোমো কোড দিতে হবে ‘FIRSTLPG’।
Paytm সংস্থার তরফ থেকে জানানো হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে এই অফার চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত। এই অফার এবং প্রোমো কোড সেই সকল বুকিংয়ের জন্য লাগু যাদের বুকিং টাকা ৫০০ টাকার বেশি এবং প্রথমবার বুকিং করা হচ্ছে তাদের ক্ষেত্রেই। বুকিং হয়ে যাওয়ার পর একটি কুপন দেওয়া হবে সংস্থার তরফ থেকে। যে কুপনটিতে কি পুরস্কার রয়েছে তা জানার জন্য স্ক্র্যাচ করতে হবে ৭ দিনের মধ্যে। এই কুপনেই ৭০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।