Credit Card আনছে Paytm, দেখে নিন আবেদন পদ্ধতি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ওয়ালেট হোক অথবা Payments Bank, ভারতে বরাবরই জনপ্রিয় Paytm। দেশের কোটি কোটি মানুষের হাতে, ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে Paytm-এর এই ওয়ালেট এবং Payments Bank। এর পাশাপাশি এই সংস্থার রয়েছে নিজস্ব Debit Card। আর এসব ছাড়াও এবার Paytm আরও একটি সুখবর দিলো তাদের গ্রাহকদের। এবার তারা নিজস্ব Credit Card আনতে চলেছে।

Advertisements

Advertisements

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদের তরফ থেকে আনা Credit Card আগামী দিনে দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়ার টার্গেট রয়েছে। যে টার্গেট পূরণ করতে তারা আগামী দেড় মাসের মধ্যে ২ মিলিয়ন Credit Card উপলব্ধ করার পরিকল্পনা নিয়েছে। Credit Card বাজারের ১০% মার্কেট ধরাই এখন তাদের লক্ষ্য।

Advertisements

জানা গিয়েছে Paytm-এর Credit Card-এ থাকবে বিভিন্ন ধরনের অফার, থাকবে ক্যাশব্যাকের মত সুবিধা। এর পাশাপাশি এই কার্ডের মাধ্যমে কেনাকাটা উপর থাকবে রিওয়ার্ড পয়েন্ট। যে পয়েন্টগুলি শেষ হওয়ার কোন অন্তিম তারিখ থাকবে না বলেও জানা গিয়েছে। গ্রাহকরা এই সকল পয়েন্ট যে কোন সময় ব্যবহার করতে পারেন। এই ক্রেডিট কার্ডে রয়েছে বিমার ব্যবস্থাও।

Paytm-এর Credit Card-এর Credit Limit থেকে শুরু করে যাবতীয় তথ্য পাওয়া যাবে তাদের অ্যাপের মধ্যেই। আর এই অ্যাপের মধ্যেই গ্রাহকরা নিজেদের চাহিদামত সিকিউরিটি পিন, ঠিকানা পরিবর্তন, কার্ড ব্লক করা ইত্যাদি পরিষেবা উঠাতে পারবেন। এর পাশাপাশি গ্রাহকরা কনট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন সহজে।

Paytm Credit Card-এর আবেদন পদ্ধতি

Paytm Credit Card সরবরাহ করার সমস্ত পদ্ধতি হবে অনলাইনের মাধ্যমে। এর জন্য গ্রাহকদের Paytm অ্যাপ থেকেই আবেদন করতে হবে। এর পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে গ্রাহকদের। এরপর সমস্ত নথি যাচাই অর্থাৎ KYC সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার বাড়ি ঠিকানায় চলে আসবে Paytm Credit Card।

Advertisements