নিজস্ব প্রতিবেদন : ভারতে গণ পরিবহণ ব্যবস্থার অন্যতম মাধ্যম হল রেল পরিষেবা। প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেল পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করে থাকেন। তবে এই সকল যাত্রীদের অনেক সময় টিকিট বুকিং করার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এবার সেই সকল সমস্যার দূরীকরণের জন্য একের পর এক ব্যবস্থা গ্রহণ করছে ভারতীয় রেল।
নগদ ছাড়া এবার প্ল্যাটফর্মে টিকিট বুকিং করার জন্য গাঁটছড়া বাঁধলো আইআরসিটিসি, পেটিএম এবং ভারতীয় রেল। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে স্টেশনে থাকা অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে যাত্রীরা নগদ ছাড়া নিজেদের প্রয়োজনীয় টিকিট বুকিং করতে পারবেন। সাধারণ টিকিটের পাশাপাশি দেওয়া হবে ডিজিটাল টিকিট।
আইআরসিটিসি, পেটিএম এবং ভারতীয় রেল গাঁটছড়া বেঁধে নগদের পরিবর্তে ইউপিআই ব্যবস্থার মাধ্যমে টিকিট প্রদানের মত বিকল্প পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এখন থেকে যাত্রীরা ফিজিক্যালি টিকিট না কেটেও ট্রেনে চড়তে পারবেন।
তবে এই মেশিনের মাধ্যমে যাত্রীরা যে ধরনের টিকিট কাটতে পারবেন সেগুলি হল অসংরক্ষিত ট্রেনের টিকিট, প্লাটফর্ম টিকিট অথবা মরসুমি টিকিট। এর পাশাপাশি এইসকল মেশিনে যে কিউআর কোড রয়েছে তা স্ক্যান করে নিজেদের স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন। এই নতুন পরিষেবা সারাদেশেই উপলব্ধ হবে বলে জানা গিয়েছে।
এই পদ্ধতিতে টিকিট বুক করার জন্য যাত্রীদের প্রথমেই অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনে নিজেদের গন্তব্য বেছে নিতে হবে। কেউ যদি নিজের স্মার্ট কার্ড রিচার্জ করাতে চান তাহলে তাকে নিজের স্মার্ট কার্ড নম্বর দিতে হবে। পরবর্তীতে পেমেন্টের জন্য পেটিএম অপশন বেছে নিতে হবে। তারপর স্ক্রিনে ভেসে উঠবে একটি কিউআর কোড, যেটি স্ক্যান করে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর তৈরি হয়ে যাবে আপনার ট্রেনের টিকিট অথবা স্মার্ট কার্ড রিচার্জ।