Paytm Wallet New Rules: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পর এবার ওয়ালেট! বন্ধ করতে নয়া নিয়মের ঘোষণা সংস্থার

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল ফিনটেক সংস্থা ব্যবসা চালাচ্ছে সেই সকল ফিনটেক সংস্থার মধ্যে অন্যতম হলো পেটিএম (Paytm)। এই সংস্থার জনপ্রিয়তা এতটাই যে, দেশের কোটি কোটি মানুষ এই সংস্থার গ্রাহক। তবে এমন একটি জনপ্রিয় সংস্থা মাস কয়েক আগে তাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স হারায়।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম না মানার জন্য পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দেওয়ার ঘোষণা করা হয়। তবে লাইসেন্স বাতিল করার আগে গ্রাহকদের নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল তাদের টাকা তোলার জন্য। অন্যদিকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হলেও পেটিএম তাদের ওয়ালেট এবং ইউপিআই পরিষেবা আগের মতোই দিয়ে আসছে। কিন্তু এবার এই ওয়ালেট (Paytm Wallet New Rules) পরিষেবাতেও নতুন নিয়ম জারি হল।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মতো পেটিএম ওয়ালেটও এবার বন্ধ হয়ে যাবে। তবে পেটিএম ওয়ালেট বন্ধ হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন শাস্তির কোপে পড়ে নয়। আবার পেটিএম ওয়ালেট সমস্ত গ্রাহকদের বন্ধ হয়ে যাবে এমনটাও নয়। সংস্থার তরফ থেকেই বেছে বেছে কিছু গ্রাহকদের পেটিএম ওয়ালেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে ফিনটেক সংস্থাটি তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখাও শুরু করে দিয়েছে।

আরও পড়ুন 👉 Volume of LIC AUM: সম্পত্তিতে এলআইসির হাঁটুর নিচে পাকিস্তান, ধরাশায়ী হল ইউরোপেরও একটি দেশ

যে সকল গ্রাহকদের paytm ওয়ালেটে এক বছরের বেশি সময় ধরে কোনরকম ব্যালেন্স নেই অর্থাৎ ব্যবহার করা হয় না সেই সকল গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড এমন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অর্থাৎ চূড়ান্ত পদক্ষেপের আগে গ্রাহকদের এক মাস সময় দিয়েছে। সংস্থার তরফ থেকে এমন কাউন্টডাউন শুরু করা হবে আগামী ২০ জুলাই থেকে। এক্ষেত্রে যাদের ওয়ালেট একেবারেই ব্যবহার হচ্ছে না তাদের প্রথমে নোটিশ করা হবে এবং এক মাস সময় দেওয়া হবে।

এক্ষেত্রে যদি কোন গ্রাহক তাদের পেটিএম ওয়ালেট বাঁচিয়ে রাখতে চান তাহলে তাদের অবিলম্বে ওই ওয়ালেটে কিছু টাকা লেনদেন করতে হবে। যদি লেনদেন করা না হয় তাহলে সংস্থার ঘোষণা অনুযায়ী ওয়ালেট বন্ধ করে দেওয়া হবে। তবে মনে রাখতে হবে সংস্থার তরফ থেকে যে সময় দেওয়া হচ্ছে সেই সময় অনুযায়ী নোটিফিকেশন পাওয়ার পর বেশ কয়েকদিন সময় পাবেন গ্রাহকরা তাদের ওয়ালেট বাঁচানোর জন্য।