BBPS On Paytm: Paytm গ্রাহকদের জন্য সুখবর, পেমেন্ট নিয়ে থাকবে না ঝামেলা, এবার মিলবে এই সুবিধা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল ফিনটেক সংস্থা বিভিন্ন পেমেন্ট অ্যাপের মাধ্যমে তাদের পরিষেবা দিয়ে থাকে সেই সকল অ্যাপের মধ্যে অন্যতম হলো পেটিএম (Paytm)। বর্তমানে দেশে কোটি কোটি গ্রাহক রয়েছেন যারা পেটিএম অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন করে থাকেন। পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল হলেও ইউপিআই সহ অন্যান্য পরিষেবা চালু থাকার কারণে এই অ্যাপের খুব যে জনপ্রিয়তা কমেছে তা নয়।

মাস কয়েক আগে পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল হওয়ার পর ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে গেলেও সমানতালে চলছে ইউপিআই ও ওয়ালেট পরিষেবা। সমানতালে দেশের মানুষেরা ব্যবহার করছেন তাদের পরিষেবা। আর যারা পেটিএম ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য এবার একটি সুখবর পাওয়া গেল। যে সুখবর পেমেন্ট নিয়ে ঝামেলা থেকে রক্ষা করবে গ্রাহকদের।

সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের প্রত্যেক থার্ড পার্টি অ্যাপকে একটি নির্দেশ দিয়েছিল। যে নির্দেশে বলা হয়েছিল, ৩০ জুনের পর থেকে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার জন্য প্রত্যেককে ভারত বিল পেমেন্ট সিস্টেম বা বিবিপিএস (BBPS) ব্যবহার করতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন নির্দেশ অনেক অ্যাপ চালু করতে না পারলেও তা চালু করে দিল পেটিএম (BBPS On Paytm)।

আরও পড়ুন 👉 Paytm Wallet New Rules: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পর এবার ওয়ালেট! বন্ধ করতে নয়া নিয়মের ঘোষণা সংস্থার

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ মেনে পেটিএম এমন পরিষেবা চালু করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এবার যারা Paytm অ্যাপ ব্যবহার করে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করে থাকেন তাদের আর কোনো সমস্যা হবে না। যারা পেটিএম অ্যাপ ব্যবহার করে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করে আসছেন তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম নিয়ে বেশ আশঙ্কায় ছিলেন। তবে আর আশঙ্কা করার দরকার নেই, কেননা পেটিএম এবার তাদের বিল পেমেন্টের ক্ষেত্রে চালু করে দিল বিবিপিএস।

Paytm রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ মেনে চালু করে দিলেও এখনো পর্যন্ত দেশে অনেক অ্যাপ রয়েছে যারা এই ব্যবস্থা চালু করেনি। যে তালিকায় রয়েছে ফোন পে, ক্রেড ইত্যাদি। এই সকল থার্ড পার্টি অ্যাপ এখনো পর্যন্ত গ্রাহকদের আইএমপিএস, এনইএফটি অথবা ইউপিআইয়ের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে দিচ্ছে। এছাড়াও এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাংকের মতো বেশ কিছু ব্যাংকও বিবিপিএস ব্যবস্থা চালু করেনি। তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে ৯০ দিনের সময় চেয়েছে।