বিনা টিকিটে ট্রেনে যাত্রা করেন! জরিমানা নিয়ে সুখবর দিল রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। এই বিপুলসংখ্যক মানুষের কাছে রেল পরিষেবা অত্যন্ত চাহিদার হওয়ার কারণে এই রেল পরিষেবাকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। ট্রেনের ব্যাপক চাহিদা থাকার কারণে বহু মানুষকেই টিকিট নিয়ে সমস্যায় পড়তে হয়।

Advertisements

বহু যাত্রীদের দেখা যায় তাড়াহুড়ো করতে গিয়ে টিকিট কাটার সময় পান না। আবার অনেক ক্ষেত্রেই টিকিট না পেলেও গন্তব্যে পৌঁছাতে হবেই এই ভেবে বিনা টিকিটে উঠে পড়েন যাত্রীরা। এবার ভারতীয় রেলের তরফ থেকে এই সকল বিনা টিকিটের যাত্রীদের জরিমানা নিয়ে সুখবর দিল।

Advertisements

ট্রেনে বিনা টিকিটে যাত্রা করার সময় টিটিইর হাতে ধরা পড়লে জরিমানা দিতে হয়। জরিমানা দেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত যে নিয়ম চালু রয়েছে তাতে নগদে জরিমানা দিতে হয়। অনেক ক্ষেত্রেই আবার যাত্রীরা এই নগদে জরিমানা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন। সেই জায়গায় ভারতীয় রেলের তরফ থেকে সুখবর দিয়ে জানানো হয়েছে, জরিমানা এবার চাইলে কার্ড দিয়েও দেওয়া যাবে।

Advertisements

কার্ড মারফত জরিমানা নেওয়ার জন্য টিকিট চেকারদের কাছে যে পিসিএস মেশিন ( PCS Machine) থাকে সেই মেশিন উন্নত করা হচ্ছে। এই মেশিন 2G নেটওয়ার্ক থেকে 4G নেটওয়ার্কে রূপান্তরিত করা হচ্ছে। এই ব্যবস্থা খুব তাড়াতাড়ি দেশের প্রতিটি জোনে চালু হয়ে যাবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।

এর পাশাপাশি ভারতীয় রেলের তরফ থেকে যেভাবে টিকিট সংক্রান্ত দিকগুলিতে উন্নয়ন করা হচ্ছে, তাতে যদি কোন সিট ফাঁকা থাকে অর্থাৎ বুক করা সিটে কোন যাত্রী নির্দিষ্ট স্টেশনে উঠতে না পারেন তাহলে সেই সিট অন্য যাত্রীকে দিয়ে দেওয়া হবে যিনি ওয়েটিং লিস্টে রয়েছেন। এতে একদিকে যেমন ভারতীয় রেলের উপার্জন বৃদ্ধি পাবে, তেমনি যাত্রীরাও অনেক উপকৃত হবেন।

Advertisements