নিজস্ব প্রতিবেদন : পেনশনভোগীদের প্রতিবছর সশরীরে ব্যাঙ্ক অথবা ডাকঘরে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। আর এই লাইফ সার্টিফিকেট ঠিক সময়ে জমা দেওয়ার পরিপ্রেক্ষিতেই পেনশন ব্যবস্থা চালু থাকে। অনেকক্ষেত্রে দেখা যায় প্রবীণ নাগরিকরা সশরীরে হাজির হতে পারছেন না। সেক্ষেত্রে অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক অথবা ডাক কর্মীরা ওই প্রবীণ নাগরিকের বাড়ি গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করেন।
তবে এবার এই সব ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে পোস্ট অফিস নিয়ে এসেছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি। IPPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে এই ব্যবস্থা আনা হয়েছে।
বাড়িতে বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি চালু হচ্ছে আগামী ১লা নভেম্বর থেকে। এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য গ্রাহকদের ফোন করতে হবে ১৫৫২৯৯ নম্বরে। আর এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৭০ টাকা।
পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আধার নম্বর এবং মোবাইল থাকতে হবে। এর পাশাপাশি পেনশন বণ্টনকারী সংস্থা অর্থাৎ ব্যাঙ্ক অথবা ডাকঘরের সাথেও আধার সংযুক্তিকরণ থাকতে হবে।
ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে আরও একটি শর্ত মেনে চলতে হবে প্রবীণ নাগরিকদের যেটি হল পেনশন প্রদানকারী এবং বণ্টনকারী উভয় সংস্থার পোর্টালে লাইফ সার্টিফিকেট নথিভুক্ত থাকতে হবে।