3rd Term Plan of Modi Govt: বৃদ্ধদের পেনশন বৃদ্ধি থেকে মহিলাদের আরও চাকরি, মোদি সরকারের এই ৬ বড় প্ল্যান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠন করবে তা একাধিক সমীক্ষায় উঠে আসার পাশাপাশি বারবার জোড় গলায় বলতে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ সহ অন্যান্যদের। আর তৃতীয় বার সরকার গঠন করার যে পূর্বাভাস মিলছে তা থেকেই মোদি সরকার একাধিক প্ল্যান (3rd Term Plan of Modi Govt) এখন থেকেই তৈরি করে ফেলেছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। এই সকল প্ল্যান মধ্যে ৬টি প্ল্যান সম্পর্কে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে।

Advertisements

বিভিন্ন সমীক্ষার দাবি অনুযায়ী কেন্দ্রে তৃতীয়বারের জন্য মোদি সরকারের প্রত্যাবর্তন হলে কি কি কাজ করা হবে তা নিয়ে ইতিমধ্যেই নীল নকশা তৈরি করে রাখা হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় আমলারা মোদি সরকারের নির্দেশ অনুযায়ী সেই সকল নকশা তৈরি করে রাখছেন বলেই সূত্রের খবর। এক্ষেত্রে কি কি পরিবর্তন অথবা কোন কোন কাজ করা হতে পারে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

১) কেন্দ্র সরকারের অধীনে এই মুহূর্তে যে সকল মন্ত্রণালয় রয়েছে সেই সকল মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হতে পারে। এক্ষেত্রে ৫৪ জনকে মন্ত্রী করা হতে পারে। বেশ কিছু মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে, আবার কোন কোন মন্ত্রণালয়কে পুরোপুরি ভাবে বিলুপ্ত করা হতে পারে।

Advertisements

২) দেশের মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বিদেশে প্রভাব বাড়ানোর চেষ্টা করা হতে পারে বলেই জানা যাচ্ছে। এই পরিকল্পনা মাফিক বাড়ানো হতে পারে বিদেশে ভারতীয় দূতাবাসের সংখ্যা। এই মুহূর্তে ১৫০ টি দেশে ভারতের দূতাবাস রয়েছে। এই সংখ্যাটা ২০ শতাংশ বৃদ্ধি হতে পারে বলে জানা যাচ্ছে।

৩) তৃতীয়বার সরকার গঠন করলে মোদি সরকারের তরফ থেকে বৃদ্ধাবস্থায় পেনশনের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে। এখন যেখানে ২২ শতাংশ পেনশন দেওয়া হয় সেই পেনশনের পরিমাণ ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ করা হতে পারে। এই বিষয়টি ইতিমধ্যেই প্রস্তাব আকারে দেওয়া হয়েছে।

আরও পড়ুন ? Restaurant Food Cost: সস্তার দিন শেষ! এবার রেস্তোরাঁয় বসে খান বা ফুড ডেলিভারি নেন! পকেট থেকে খসবে বাড়তি টাকা

৪) কর্মক্ষেত্রে আরও বেশি সংখ্যক মহিলাদের নিযুক্ত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। আগামী পাঁচ বছরে ৫০ শতাংশের বেশি চাকরিতে মহিলাদের অংশগ্রহণ করার জন্য উদ্যোগ নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর।

৫) দেশে যে সকল আদালত রয়েছে সেই সকল আদালতে এই মুহূর্তে তিন কোটির বেশি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এই সংখ্যাটা ২০৩০ সালের মধ্যে এক কোটিতে নামানোর জন্য আদালতগুলিকে আরও সক্রিয় করতে চায় কেন্দ্র।

৬) এছাড়াও মোদি সরকারের যে বিষয়টি পরিকল্পনা স্তরে রয়েছে সেটি হল, আগামী পাঁচ বছরে দেশের ৩০ শতাংশ যানবাহনকে বৈদ্যুতিক যানবাহনে রূপান্তরিত করার।

Advertisements