সুখবর, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বৃদ্ধি করছে রাজ্য সরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের সরকারি কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধি করা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি-দাওয়া আদায়ের লড়াই চালাচ্ছেন। তবে এবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সুখবর পেলেন রাজ্য সরকারের তরফ থেকে।

Advertisements

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে পেনশন অনেকটাই বাড়বে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে।

Advertisements

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি মাসের আগে যে সকল রাজ্য সরকার কর্মচারীরা অবসর নিয়েছেন তাদের পেনশন করা হচ্ছে ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কর্মীদের যে বেতন তার ৫০ শতাংশ। এর আগে তারা পুরাতন পে কমিশনের বেতন ও পেনশন অনুযায়ী পেনশন পাচ্ছিলেন। এর ফলে সরকারের এই নতুন সিদ্ধান্তে তাদের পেনশন অনেকটাই বেড়ে যাবে।

Advertisements

নবান্নের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের আনুমানিক সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এক ধাক্কায় অনেকটাই বেশি পেনশন পাবেন। অন্যান্য দপ্তরের কর্মীদের পাশাপাশি নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হবে শিক্ষক-শিক্ষিকা এবং পৌরসভা ও পঞ্চায়েত কর্মীদের ক্ষেত্রেও। জানা যাচ্ছে, কিছু প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণে এই সকল অবসরপ্রাপ্ত কর্মীরা ষষ্ঠ পে কমিশনের হিসাব অনুযায়ী পেনশন পাচ্ছিলেন না।

২০১৯ সালের শেষের দিকে সর্বশেষ রোপা আইন লাগু করা হয়। এরপর এবার নবান্নের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। সিনিয়র সিটিজেন অ‌্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, যে কারণেই হোক ২০১৬ সালের আগে অবসর নেওয়া কর্মীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। সরকার এবার তা শুধরে ব্যবস্থা গ্রহণ করাই তারা খুশি।

Advertisements