Pensioners will benefit from central government increasing DR by 15 percent: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন লাভজনক পদক্ষেপ খুশির খবর ডেকে আনে সরকারি কর্মচারীদের জন্য। সম্প্রতি কেন্দ্রের একটি ঘোষণাতে একলাফে অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে ডিয়ারনেস রিলিফ (DR for Pensioners)। কেন্দ্রের পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে এক ধাক্কায় ১৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে ডিয়ারনেস রিলিফ। অর্থাৎ যেসব কেন্দ্রীয় পেনশনভোগীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন এই সুবিধা অবশ্যই পাবেন। কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের ১ জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর করেছে। এই বৃদ্ধির পর এখন কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ ৪১২ শতাংশ থেকে বেড়ে ৪২৭ শতাংশ হয়েছে।
একটি রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে, রাষ্ট্রপতি মারফত অনুমোদিত হয়ে এসেছে কেন্দ্রীয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) সুবিধাভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বৃদ্ধির ব্যাপারটি। নতুন বছরে তাঁদের বর্ধিত মূল্যস্ফীতি ত্রাণ দেওয়া হবে। যেসব মৃত সিপিএফ সুবিধাভোগীদের বিধবা ও যোগ্য নির্ভরশীল সন্তানরা আছেন তারা এই ডিআর (DR for Pensioners)বৃদ্ধির সুবিধা পাবেন।
বিগত বছরের অক্টোবর মাসে দুর্গাপুজোর সময়, কেন্দ্রীয় সরকার চার শতাংশ বৃদ্ধি করেছিল তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা। ফলে পূজোর সময় খুশির বন্যা বয়ে গেছিল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে। কর্মচারীদের ভাতা এখন ৪২% থেকে বেড়ে ৪৬% হয়েছে। যদি কোনো কারণে এই বছর কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৫০ শতাংশ বাড়তে পারে তাহলে বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি পাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মচারীদের বর্ধিত ডিএ যোগ হতে পারে তাদের বেতনের সঙ্গেও। তার ওপর ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির (DR for Pensioners)ঘোষণা যেন সোনার সোহাগা।
আরও পড়ুন ? WB Govt Extra Holiday: DA-র বদলে আরও একটি বাড়তি ছুটি! ঘোষণা রাজ্য সরকারের
ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির (DR for Pensioners) বিষয়টি ব্যাঙ্কগুলি পেনশন বিভাগের সাথে গণনা করবে। বিষয়টি সম্পর্কে ইতিমধ্যেই সিএজি-র (ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল) থেকে পরামর্শ নেওয়া হয়ে গেছে। যেইসব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১৯৬০ থেকে ১৯৮৫ সালের মধ্যে অবসর নিয়েছিলেন তারাই এই মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়টির অন্তর্ভুক্ত হবেন। তারা অবসর গ্রহণের সময় কোন বিভাগের কর্মী ছিলেন তার ওপরই নির্ভর করছে এক্স-গ্রেশিয়ার পরিমাণ ধার্য করা।
তবে চলতি বছর সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর আসতে পারে কারণ লোকসভা ভোটের আগেই বাড়তে পারে ডিএ। গতবছর ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল সরকারি কর্মচারীদের ডিএ। কেন্দ্রের দেখানো একই পথে হেঁটে পরে একাধিক রাজ্য মহার্ঘ ভাতা বাড়িয়েছিল তাদের রাজ্যের সরকারি কর্মীদেরও। কিন্তু সৌভাগ্য হয়নি পশ্চিমবাংলা সরকারি কর্মচারীদের। কিন্তু বড়দিনের প্রাক্কালে রাজ্যের কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মমতা। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী, একই বছরে দু’বার করে ডিএ সংশোধন করা হয়। গত জুলাই মাস থেকে কার্যকর হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের বর্ধিত ডিএ। ফের জানুয়ারি থেকে ডিএ বাড়তে চলেছে এমনটাই সূত্র মারফত খবর জানা গেছে। আশা করা যাচ্ছে যে, লোকসভা ভোটের আগে বর্ধিত ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।