সোনা নয়, জায়গা দেখতে ভীড় বাড়ছে বাঁশলৈ নদীতে, টেক্কা দেবে পর্যটন কেন্দ্রগুলিকেও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের মুরারই থানার অন্তর্গত পারকান্দি গ্রামের কাছে থাকা বাঁশলৈ নদীতে (Bansloi River) গত সপ্তাহের মঙ্গলবার নাগাদ হঠাৎ সোনার (Gold) খোঁজ পাওয়া যায়। তবে সেই সোনা কোন আকরিক সোনা নয়, বরং সোনার অলংকার এবং মুদ্রা। এই নিয়েই দানা বাঁধতে শুরু করেছে রহস্য।

Advertisements

গত সপ্তাহে ওই এলাকা থেকে বহু মানুষ সোনার অলংকার এবং মুদ্রা কুড়িয়ে পেয়েছিলেন। যদিও সেই সকল মুদ্রা এবং অলংকারের গুরুত্বের কথা মাথায় রেখে এলাকার বাসিন্দারা তাদের কুড়িয়ে পাওয়া সামগ্রী মুরারই থানায় জমা দেন। অন্যদিকে এই ঘটনার পর এলাকা পর্যবেক্ষণের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞদের আগমন ঘটছে।

Advertisements

পুলিশি ঘেরাটোপে থাকা পারকান্দি গ্রামের কাছে বাঁশলৈ নদী এখন প্রতিটি মানুষের কাছে রহস্যের জায়গায় পরিণত হয়েছে। এই জায়গায় যেমন ভিড় বাড়ছে বিশেষজ্ঞদের ঠিক সেইরকমই আবার ভিড় বাড়ছে পর্যটকদের। অনেকেই রয়েছেন যারা সোনার খোঁজ পাওয়া ওই জায়গা ঘুরে যাচ্ছেন।

Advertisements

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনই পার্শ্ববর্তী এলাকা থেকে বহু মানুষ এখানে ঘুরতে আসার পাশাপাশি দূর-দূরান্ত থেকেও মানুষজনরা যাওয়া আসা শুরু করেছেন। তবে কেউ নদীতে নামতে পারছেন না পুলিশি প্রহরার কারণে। অন্যদিকে তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও ভালো থাকলে আরও পর্যটকদের আগমণ ঘটতো।

সোনার খোঁজ পাওয়া বাঁশলৈ নদী ঘুরতে আসা এক পর্যটক জেসমিন নাহার হাসতে হাসতে জানিয়েছেন, “যে জায়গায় সোনা পাওয়া গিয়েছিল সেই জায়গা দেখতে এসেছি। আমরা সোনা দেখতে আসিনি তবে জায়গাটায় দেখতে এসেছি। সোনা আছে কিনা বলতে পারবো না, তবে এমন একটি জায়গায় এমন সোনার খোঁজ পাওয়া গিয়েছে তাই জায়গাটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।”

Advertisements