নিজস্ব প্রতিবেদন : বাড়ি, জমির খাজনা দেওয়ার ক্ষেত্রে যাতে অফিস কাছারিতে দৌড়াতে না হয়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে না হয় সেই জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অনলাইনে খাজনা দেওয়ার পদ্ধতি আনা হচ্ছে। এবার বাড়িতে বসেই এই সংক্রান্ত খাজনা দেওয়া যাবে। প্রয়োজন পড়বে কেবলমাত্র একটি স্মার্টফোনের। তবে এই খাজনা দেওয়া যাবে কেবলমাত্র অকৃষি জমির ক্ষেত্রেই।
নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের এই উপহার দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এই নতুন পদ্ধতি চালু হলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, ঠিক তেমনি রাজ্যের আর্থিক পরিকাঠামো অনেক মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, এই পদ্ধতি চালু হওয়ার পর রাজ্যের বাসিন্দারা তাদের অকৃষি জমির খাজনা দিতে পারবেন অনলাইনে। অনলাইনে খাজনা জমা দেওয়ার জন্য বাসিন্দাদের যেতে হবে বাংলার ভূমি পোর্টালে। যেখানে নতুন একটি সেকশন যোগ করা হবে, যার নাম হল সিটিজেন সার্ভিস। এই বিকল্পে ক্লিক করার পর একটি রেজিস্ট্রেশন ফর্ম লক্ষ্য করা যাবে, যেখানে দিতে হবে নিজের নাম, ঠিকানা , মোবাইল নম্বর ও ই-মেল অ্যাড্রেস।
এই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর জমির মৌজা, দাগ ও খতিয়ান নম্বর দিয়ে খাজনা সংক্রান্ত তথ্য দিতে হবে। তারপরেই আপনাকে জানিয়ে দেওয়া হবে বকেয়া খাজনার পরিমাণ। বকেয়া খাজনার পরিমাণ জেনে নেওয়ার পরেই সহজেই মেটানো যাবে সেই খাজনা এবং কোন রকম ঝামেলা ছাড়াই পাওয়া যাবে খাজনা প্রদানের স্লিপ।
ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করার জন্য রাজ্যের একাধিক ব্লকে পরীক্ষামূলক ভাবে কাজ শুরু করে দিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। পাশাপাশি সমস্ত মানুষদের জন্য এই পরিষেবা চালু করার জন্য ট্রেনিং দেওয়া শুরু করা হয়েছে অফিসের কর্মীদের।