Darien gap: ‘নরকের দ্বার’ কথাটি শুনতে ভয়াবহ হলেও প্রত্যেক বছর বহু মানুষ এমনকি শিশুরাও এর উদ্দেশ্যে পাড়ি দেয়। প্রাণের তোয়াক্কা না করে নতুন জীবনের আশায় তারা এই নরকের দিকে ছুটে যায়। বিপদসঙ্কুল, বিস্তৃত, দুর্ভেদ্য ঘন অরণ্যের মাঝে রীতিমতো প্রাণ হাতে নিয়ে এগিয়ে যেতে হয় সাধারণ মানুষকে। কলম্বিয়া-পানামার মাঝের বিপজ্জনক বিস্তৃত জঙ্গল পরিচিত ডারিয়েন গ্যাপ নামে। এই জঙ্গল এতটাই ঘন ও দুর্ভেদ্য যে বহু চেষ্টা করেও এর ১০৬ কিমির জঙ্গল কেটে রাস্তা তৈরি করা গেলেও বাকিটুকু আর কোনভাবেই সম্ভব হয়নি। এমনকি এখানে আশপাশে নেই কোনও জনবসতিও।
কোথায় আছে এই ডারিয়েন গ্যাপ? উত্তর আমেরিকার আলাস্কা থেকে গাড়ি চালিয়ে আপনি যদি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা যেতে চান তাহলে মাঝখানে পড়বে ডারিয়েন গ্যাপ (Darien gap)। এখানকার ঘন এবং দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে যেমন কোন জনবসতি গড়ে ওঠেনি তেমন যাতায়াতের কোন পথ তৈরি হয়নি। এই অঞ্চলে আছে তুরিয়া নদী ও তার সঙ্গে সংযুক্ত কিছু খাল যেখানে ছোট ছোট পিরাগুয়া বোট চলাচল করে। এই বোটের সাহায্যে দুর্গম অরণ্য পার হতে হয়। এই দুর্ভেদ্য অরণ্যেতে রয়েছে বিষাক্ত সাপ, কাঁকড়াবিছে, আগুনে পিঁপড়ে, জাগুয়ার, বন্য শূকর এবং অন্য হিংস্র জীবজন্তু। এছাড়াও এই জঙ্গলে রয়েছে মাদক পাচারকারী ও চোরাশিকারিদের দৌরাত্ম্যও।
এই কঠিন জায়গায় কোনরকম নজরদারি চালানো কখনোই সম্ভবপর হয় না। তাই ডারিয়েন গ্যাপ (Darien gap) হলো অপরাধীদের আতুরঘর । কোন মানুষ একবার এই অপরাধীদের হাতে পড়লে এখান থেকে বেরোনো অসম্ভব। দুর্ধর্ষ অপরাধীরা নিজেদের স্বার্থের জন্য মানুষ মারতেও পিছপা হয় না। এছাড়াও তুরিয়া নদীর হড়পা বান, যা দু’-এক পশলা বৃষ্টি হলেই খরস্রোতে বনভূমি ভাসিয়ে নিয়ে যায়।
আরো পড়ুন: যমরাজ যখন পরীক্ষক আর ভূতেরা পরীক্ষার্থী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
ডারিয়েন গ্যাপ (Darien gap) এত বিপজ্জনক হওয়া সত্বেও এটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে। প্রতিবছর বহু শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক লোকেরাও অধিবাসী হওয়ার জন্য এবং একটি ভালো জীবনযাপনের জন্য কলম্বিয়া ও পানামার মধ্যে অবস্থিত এই দুর্গম স্থান পেরানোর চেষ্টা করে। এই পথে প্রাণ চলে যায় বহু মানুষের। প্রাপ্তবয়স্কদের সঙ্গ ছাড়াও বহু শিশু এবং কিশোর একাই এই দুর্গম অরণ্য পেরোনোর চেষ্টা করে।
ইউনিসেফের তথ্য অনুসারে, প্রায় ৩০ হাজার শিশু-কিশোর চার মাসে বিপজ্জনক ডারিয়েন গ্যাপ পাড়ি দেওয়ার চেষ্টা করেছে। তাদের এই সংখ্যা ক্রমশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজারে। ডারিয়েন গ্যাপ শিশুদের চলাচলের জন্য উপযোগী পথ নয়। এই কঠিন পথ পার করতে গিয়ে প্রাণ গেছে বহু শিশুর। এই দুর্ভেদ্য অরণ্য পার করতে গিয়ে প্রসব করেছেন বহু মহিলা। এই যাত্রাপথে ডাকাতি, অপহরণ এবং যৌন নির্যাতনের সম্মুখীন হওয়া সত্বেও এই বছরের ছয় মাসে ১ লক্ষ ১৭ হাজার মানুষ দীর্ঘ বিরামহীন যাত্রা করেছে ভালভাবে বেঁচে থাকার জন্য। সাধারণত ভেনেজুয়েলা, গায়ানা, কলম্বিয়া, ব্রাজিলের মতো দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে বহু মানুষ যেতে চায় উত্তর আমেরিকার দেশে, যার জন্যই এত কষ্ট করে তারা।