Haldia: রান্নার তেলের নদী, মাছ ধরার মত বালতি-বাটি-ড্রামে হলদিয়ায় তেল ভরে নিয়ে গেলেন গ্রামবাসীরা

Madhab Das

Published on:

Advertisements

হলদিয়া: বর্ষাকালে প্রতি বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় নদ-নদী নালা জলে পরিপূর্ণ হয়ে বন্যা পরিস্থিতি তৈরি করছে। আর এমন পরিস্থিতিতেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia) এমন এক ঘটনা দেখা গেল যার রীতিমতো অবাক করা। যেখানে জলের বদলে একপ্রকার তেলের নদী তৈরি হয়, আর সেই তেলের নদী থেকে গ্রামবাসীরা বালতি-বাটি-ড্রামে নিজেদের মতো করে তেল ভরে নিয়ে গেলেন।

Advertisements

রাজ্যে যে সকল শিল্প নগরী রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো হলদিয়া। যেখানে বিভিন্ন ধরনের কারখানা ও শিল্প গড়ে উঠেছে। হলদিয়ায় যে সকল কারখানা ও শিল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো তেল। জাহাজে করে হলদিয়া বন্দরে তেল সহ বিভিন্ন জিনিসপত্র আনা হয় এবং সেখান থেকে তা রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। ঠিক সেই রকমই সেখানে রয়েছে একটি বেসরকারি পাম অয়েল কারখানা।

Advertisements

হলদিয়ায় থাকা ওই বেসরকারি পাম অয়েল কারখানায় মাটির নিচ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে অপরিশোধিত পাম অয়েল জাহাজ থেকে এসে থাকে। বুধবার ভূগর্ভস্থ ওই পাইপ লাইন ফেটে গিয়েই চিরঞ্জীবপুরে তেলের নদী তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা এমন ঘটনা দেখতে পেয়েই ওই তেলের নদী থেকে তেল সংগ্রহ করতে বাড়ি থেকে কেউ বাটি, কেউ ঘটি, কেউ আবার বালতি, কেউ বড় বড় ড্রাম এনে ঝাঁপিয়ে পড়েন। রীতিমত মাছ ধরার মতোই চলে তেল সংগ্রহ করার কাজ।

Advertisements

আরও পড়ুন : Cheap Ilish Market: গ্যারান্টি অন্য কোথাও মিলবে না, সবচেয়ে সস্তায় ইলিশ পেতে যেতে হবে রাজ্যের এই বাজারে

নাম প্রকাশের অনিচ্ছুক ওই কারখানার এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার ঘটে যাওয়া এমন ঘটনায় ৪০ মেট্রিক টন অপরিশোধিত পাম তেল নষ্ট হয়েছে। যার বাজার মূল্য অন্ততপক্ষে ৩০ লক্ষ টাকা। তবে এই ধরনের ঘটনা এর আগে কোনদিন ঘটেনি। যার পরিপ্রেক্ষিতে বেসরকারি ওই কারখানার তরফ থেকে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। এত বড় ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে ওই কারখানার প্রত্যেকেই বিস্মিত।

যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রকম অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ওই জায়গা ঘিরে রাখার পাশাপাশি এলাকার মানুষদের সরিয়ে দেয়। অন্যদিকে এমন দুর্ঘটনার কারণ হিসেবে অনুমান করা হচ্ছে, বহু পুরাতন পাইপলাইন হওয়ার কারণে মরছে পরে অথবা অন্য কোন কারণে পাইপলাইন ফেটে এমন ঘটনা ঘটেছে।

Advertisements