BJP Sankalpa Patra: সস্তায় পাইপলাইনের গ্যাস থেকে বিনামূল্যে বিদ্যুৎ, বিজেপির ৭ প্রতিশ্রুতি আপনাকে করবে মালামাল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ এর লোকসভা নির্বাচনে ৪০০ আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বিজেপি বাংলা নববর্ষের দিন ইস্তেহার প্রকাশ করল। বিজেপির তরফ থেকে যার নাম দেওয়া হয়েছে সংকল্প পত্র (BJP Sankalpa Patra)। এই সংকল্প পত্রে বিজেপি যে সকল প্রতিশ্রুতি দিয়েছে সেই সকল প্রতিশ্রুতির মধ্যে ৭টি প্রতিশ্রুতি দেশের মানুষকে ব্যাপক সুবিধা দেওয়ার জন্য রাখা হয়েছে।

Advertisements

১) কোটি কোটি মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর এবার তাদের লক্ষ্য হলো কোটি কোটি পরিবারের বিদ্যুৎ বিল শূন্যতে নামানো। কেননা বিদ্যুৎ থেকেই উপার্জনের পথ দেখাবেন তারা।

Advertisements

২) এখনো পর্যন্ত বিজেপি সরকার ৪ কোটি পাকা বাড়ি তৈরি করে দিয়েছে। প্রতিশ্রুতিতে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, আগামী দিনে আরও ৩ কোটি পাকা বাড়ি তারা তৈরি করে দেবে।

Advertisements

৩) বিজেপি সরকারের তরফ থেকে সস্তায় বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, আগামী দিনে তারা সস্তায় বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেবে।

৪) আয়ুষ্মান ভারত প্রকল্প চালু থাকার পাশাপাশি ৭০ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদেরও আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। এই প্রকল্পের আওতায় সকলেই ৫ লক্ষ টাকা অবধি চিকিৎসার জন্য খরচ পাবেন।

৫) ওষুধের উপর ৮০% ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হল বিজেপির সংকল্প পত্রে। এই সুবিধা দেশের মানুষকে তুলে দেওয়া হবে জনঔষধি কেন্দ্রের মাধ্যমে।

৬) আগামী পাঁচ বছর রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করার প্রতিশ্রুতি লোকসভা নির্বাচনের আগেই সংকল্প পত্রে জানিয়ে দিল বিজেপি।

আরও পড়ুন ? NDA Incomplete Candidates List: শুধু ডায়মন্ড হারবার নয়, এই ২৬টি কেন্দ্রেও এখনো প্রার্থী দেয়নি বিজেপি জোট

৭) ২৫ কোটি মানুষকে দরিদ্রসীমা থেকে বের করে আনা হয়েছে এবং এই কাজ আগামী দিনেও চলবে বলে জানানো হলো বিজেপির সংকল্প পত্রে। আর এর জন্য দেশের মানুষদের জীবনযাপনের মানোন্নয়ন ও কর্মসংস্থানের কাজ চালাবে বিজেপি সরকার।

এছাড়াও বিজেপির সংকল্পপত্র প্রকাশের সময় বিগত বছরগুলিতে বিজেপি সরকার কিভাবে দেশের মানুষদের জন্য কাজ করেছে সেই তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অন্যান্যরা। যেখানে রাম মন্দির থেকে শুরু করে পাকা রাস্তা, পঞ্চায়েতে পঞ্চায়েতে ইন্টারনেট সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

Advertisements