খুশির খবর, চাল, ডাল ছাড়াও রেশনে মিলবে নিত্যপ্রয়োজনীয় জিনিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেশন দেশের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। এই পরিষেবার গুরুত্ব সবচেয়ে বেশি উপলব্ধি করা যায় করোনাকালে। কারণ সেই সময় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন এবং তাদের খাদ্য যোগানের রসদ হয়ে দাঁড়ায় এই রেশন পরিষেবা। এবার এই রেশন পরিষেবা নিয়ে আরও সুখবর মিলল।

Advertisements

মূলত দেশের প্রতিটি মানুষের খাদ্য সুনিশ্চিত করার জন্য এই প্রকল্প আনা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। তবে এই রেশন পরিষেবা মানেই কেবলমাত্র চাল, চিনি, কেরোসিন ইত্যাদি বুঝে থাকেন সাধারণ মানুষ। এর বাইরে বড়জোর নুন, ডাল, তেল ইত্যাদি। তবে এবার এসবের বাইরে একটু প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রও পাওয়া যাবে রেশন থেকে এমনটাই জানা যাচ্ছে।

Advertisements

এই নিয়ে আগস্ট মাসের ১০ তারিখ একপ্রস্থ আলোচনা হয়েছে এবং পুনরায় আগস্ট মাস অথবা সেপ্টেম্বর মাসে আলোচনার কথা রয়েছে। সেখানেই সমস্ত বিষয়ে সিলমোহর পড়বে। নিত্যপ্রয়োজনীয় জিনিস রেশন থেকে দেওয়া নিয়ে কেন্দ্রের কাছে দীর্ঘদিন ধরে দাবী দেওয়া ছিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স’ ফেডারেশনের।

Advertisements

রেশন দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হলে সে ক্ষেত্রে সাধারণ গ্রাহকরা কিভাবে উপকৃত হবেন? এই প্রসঙ্গে জানা যাচ্ছে, যেখানে বাজারদরের থেকে কম দরে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হবে। এই বিষয়ে গোটা প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)-কে।

এই ব্যবস্থাপনার ফলে যেমন গ্রাহকদের কিছুটা হলেও লাভ হবে ঠিক তেমনি আবার বেশি লাভের মুখ দেখবেন রেশন ডিলাররা। কারণ তাদের ব্যবসা গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রেও। রেশন ব্যবস্থায় এই সকল একাধিক পরিবর্তন আনার ক্ষেত্রে আগে থেকেই চিন্তা ভাবনা করছে কেন্দ্র সরকার বলেই জানা যাচ্ছে।

Advertisements