নিজস্ব প্রতিবেদন : পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানির দাম দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে নাভিশ্বাস হয়ে উঠেছিল মধ্যবিত্ত পরিবারগুলির। এই দুই জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছিল পরোক্ষভাবে। অবশেষে দিওয়ালির আগে কেন্দ্র সরকারের তরফ থেকে পেট্রোল ডিজেলের উপর ভ্যাট (VAT) ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের কারণেই এক ধাক্কায় অনেকটাই কমে গেল পেট্রোল-ডিজেলের দাম (petrol diesel price)।
পেট্রোল ডিজেলের উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর বৃহস্পতিবার থেকেই লিটার প্রতি অনেকটাই কমে গেল পেট্রোল ও ডিজেলের দাম। কেন্দ্র সরকারের (Modi Government) তরফ থেকে পেট্রোলের উপর লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের উপর লিটার প্রতি ১০ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। এই ঘোষণার পরেই সেঞ্চুরি পার করা ডিজেলের দাম নব্বইয়ের ঘরে এবং ১১০ পার করা পেট্রোলের দাম ফের একশোর ঘরে এসে পৌঁছালো।
পেট্রোল ও ডিজেলের দাম যখন মাত্রা ছাড়িয়ে গিয়েছে সেই সময় সাধারণ মানুষের কথা মাথায় রেখেই কেন্দ্র সরকারের তরফ থেকে এমন জনদরদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। মূল্য বৃদ্ধিতে জেরবারের সময় কেন্দ্র সরকারের এই ঘোষণা দিওয়ালি ও দীপাবলীর উপহার হিসেবেও মনে করছেন আমজনতা।
জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বারংবার প্রশ্ন উঠেছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কর নিয়ে। এই দুই সরকার পেট্রোল এবং ডিজেলের উপর কর কমালেই অনেকটা কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম। দেশের সাধারণ মানুষকে বারংবার এই দাবি তুলতে লক্ষ্য করা যায়। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের এবার এই কর কমানোর সিদ্ধান্ত কার্যত নজির তৈরি করল। এখন যদি রাজ্য সরকারগুলিও একই পথে হাঁটে তাহলে আরও অনেকটাই কমে যাবে পেট্রোল ডিজেলের লিটার প্রতি দাম।
কেন্দ্র সরকারের তরফ থেকে পেট্রোল ও ডিজেলের উপর ছাড় দেওয়ার ঘোষণার পর বর্তমানে পশ্চিমবঙ্গে (West Bengal) লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে স্থান বিশেষে ৯০ টাকার কিছু কম বেশি। অন্যদিকে কেন্দ্র সরকারের এই ছাড়ের পর পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম দাঁড়িয়েছে স্থান বিশেষে লিটার প্রতি ১০৫ টাকার কিছু কম বেশি। পশ্চিমবঙ্গে এর আগে ডিজেলের দাম লিটার প্রতি ছাড়িয়েছিল ১০০ টাকা এবং পেট্রোলের দাম ছাড়িয়েছিল লিটার প্রতি ১১০ টাকা।