নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে মোটরবাইক আমজনতার দৈনন্দিন জিনিসে পরিণত হয়েছে। তবে পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় এই সকল সাধারণ মানুষগুলির। পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে। এসকল জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব ফেলেছে আমজনতার মধ্যে।
সম্প্রতি মূল্যবৃদ্ধির এই দিকে নজর রেখে কেন্দ্র সরকার নতুন করে পেট্রোল এবং ডিজেলের ট্যাক্স ছাড় ঘোষণা করে। এই ট্যাক্স ছাড় ঘোষণা হওয়ার পর এক ধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম অনেকটা কমে যায়। আবার কেন্দ্র সরকারের সিদ্ধান্তের পর বিজেপি শাসিত রাজ্যগুলি আলাদা করে পেট্রোল-ডিজেলে ট্যাক্স ছাড় দেওয়ার কারণে আরও সস্তা হয় পেট্রোল ও ডিজেল।
কিন্তু অবিজেপি শাসিত রাজ্যগুলি আলাদা করে ট্যাক্স ছাড় না দেওয়ায় বিজেপি শাসিত এবং অবিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দামি বিশাল ফারাক লক্ষ্য করা যাচ্ছে। পেট্রলে লিটার প্রতি এই ফারাক ১৫ টাকা পর্যন্ত নজরে এসেছে।
অ-বিজেপি রাজ্যগুলিতে ভ্যাট না কমানোর কারণে পেট্রোলের দাম ১০০ টাকার উপরে। অন্যদিকে মণিপুর, মধ্যপ্রদেশ, বিহার এবং কর্ণাটক ছাড়া যে রাজ্যগুলিতে বিজেপি বা এনডিএ সরকার চালাচ্ছে সেখানে পেট্রোলের দাম ১০০ টাকার নিচে। যেমন, উত্তরপ্রদেশে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬ টাকা।
অন্যদিকে আবার তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়ের মতো নন-এনডিএ রাজ্যগুলিতে পেট্রোলের দাম প্রতি লিটার প্রায় ১১১ টাকা। তবে ঝাড়খণ্ড, দিল্লি এবং পাঞ্জাবের মত অবিজেপি শাসিত রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকার কম। পশ্চিমবঙ্গেও লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকার উপরে প্রায় ১০৭ টাকা।