WB Petrol Diesel Price: দুম করে বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম, দেখে নিন এখন কোন জেলায় পড়বে কত?

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : জুলাই মাসের শুরুতেই বেশ কিছু ক্ষেত্রে স্বস্তি পেয়েছেন দেশের মানুষেরা, আবার বেশ কিছু ক্ষেত্রে বাড়ছে অস্বস্তি। জুলাইয়ের শুরুতেই দাম কমেছে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের। এছাড়াও প্লাটফর্ম টিকিট থেকে রেলের বিভিন্ন পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে দাম কমতে চলেছে। তবে এসবের মধ্যেই এবার বাংলার বাসিন্দাদের জন্য একটি খারাপ খবর সামনে এলো আর সেই খারাপ খবর হলো পেট্রোল-ডিজেলের দাম (WB Petrol Diesel Price) নিয়ে।

জুলাই মাসের প্রথম দিন দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে ৩১ টাকা। অন্যদিকে মহারাষ্ট্রের মুম্বাই এলাকায় ডিজেলের দাম লিটার প্রতি কমেছে ২ টাকা এবং পেট্রোলের দাম লিটার প্রতি কমেছে লিটার প্রতি ৬৫ টাকা। কিন্তু এমন মুহুর্তেই পশ্চিমবঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই বাড়লো। পেট্রোলের দাম বেড়েছে লিটারে ১ টাকা ১ পয়সার থেকেও বেশি এবং ডিজেলের দাম বেড়েছে ১ টাকা। ৩০ জুন এবং ১ জুলাইয়ের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এতটা ফারাক।

৩০ জুন আলিপুরদুয়ারে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০৪ টাকা ৬৩ পয়সা, ১ জুলাই তা বেড়ে হয়েছে ১০৬ টাকা ১৮ পয়সা। বাঁকুড়া জেলায় গতকাল পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০৪ টাকা ৫৯ পয়সা এবং সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ২১ পয়সা। বীরভূমের রবিবার পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০৪ টাকার ৯ পয়সা এবং সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ৫৬ পয়সা। কোচবিহারে গতকাল পেট্রোলের দাম ছিল ১০৫ টাকা ৩১ পয়সা, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ টাকা ৩২ পয়সা।

আরও পড়ুন 👉 Petrol Diesel Base Price: পেট্রোলের বেস প্রাইস ৫৫, কেনার সময় হয়ে যাচ্ছে ১০৪! কোথায় কোথায় যাচ্ছে বাকি টাকা?

দক্ষিণ দিনাজপুরে গতকাল পেট্রোলের দাম ছিল ১০৪ টাকা ৩৬ পয়সা এবং আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ২৯ পয়সা। দার্জিলিঙে পেট্রোলের দাম অন্যান্য জেলার তুলনায় কিছুটা হলেও কম রয়েছে, তবে সেখানেও দাম বেড়েছে গতকালকের তুলনায়। দার্জিলিঙে গতকাল পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০৩ টাকা ৬৯ পয়সা এবং আজ তা বেরিয়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা ৯২ পয়সা। হুগলিতে গতকাল ছিল ১০৪ টাকা ৩৬ পয়সা এবং আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা।

রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও পেট্রোলের দাম সোমবার অনেকটাই বেড়েছে। দাম বৃদ্ধির পর লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে হাওড়ায় ১০৪ টাকা ৯৫ পয়সা, জলপাইগুড়ি ১০৪ টাকা ৬৬ পয়সা, ঝাড়গ্রাম ১০৫ টাকা ৮১ পয়সা, কালিম্পং ১০৪ টাকা ৯০ পয়সা, কলকাতা ১০৪ টাকা ৯৫ পয়সা, মালদা ১০৪ টাকা ৮৮ পয়সা, মুর্শিদাবাদ ১০৫ টাকা ৯৫ পয়সা, নদীয়া ১০৬ টাকা ৪ পয়সা, উত্তর ২৪ পরগনা ১০৫ টাকা ৪ পয়সা, পশ্চিম বর্ধমান ১০৪ টাকা ৭৮ পয়সা, পশ্চিম মেদিনীপুর ১০৫ টাকা ৬৬ পয়সা, পূর্ব বর্ধমান ১০৫ টাকা ৩৫ পয়সা, পূর্ব মেদিনীপুর ১০৫ টাকা ৩০ পয়সা, পুরুলিয়া ১০৫ টাকার ৭৭ পয়সা, দক্ষিণ ২৪ পরগনা ১০৪ টাকা ৯৫ পয়সা এবং উত্তর দিনাজপুর ১০৫ টাকা ৬৮ পয়সা।