নিজস্ব প্রতিবেদন : চলতি বছর সাধারণ বাজেটে পেট্রোল এবং ডিজেলের উপর আলাদা করে সেস বসানোর ঘোষণা করে কেন্দ্র সরকার। তবে এই সেস বসানো হলেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছিলেন, এর প্রভাব সরাসরি গ্রাহকদের উপর পড়বে না। সেসের অংশ ধার্য হবে তেল সরবরাহকারী সংস্থাদের উপর। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই মহার্ঘ্য হচ্ছে পেট্রোল ডিজেল।
দিন কয়েকের ধারাবাহিকতা বজায় রেখে রবিবারও বাড়লো পেট্রোল-ডিজেলের দাম। আর এই দাম বৃদ্ধির কারণে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই পেট্রোলের দাম ছাড়ালো লিটার প্রতি ৯০ টাকার বেশি। একইভাবে বাড়তে বাড়তে ডিজেলের দাম লিটার প্রতি ৮২ টাকা পার হলো।
সরকারি রিপোর্ট অনুযায়ী রবিবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৯০.০১ টাকা। এই দাম প্রথমবার কলকাতায় ৯০ এর গণ্ডি পার হলো। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে রবিবার লিটার প্রতি দাম ৮৯.৯৯ টাকা থেকে ৯০.৯৭ টাকা।
কলকাতায় রবিবার লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮২.৬৩ টাকা। আর রাজ্যের অন্যান্য জেলাগুলিতে দাম রয়েছে ৮২.৬৩ টাকা থেকে ৮৩.৫৪ টাকার মধ্যে। অন্যদিকে এইভাবে জ্বালানির দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লাগামছাড়া এই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মহার্ঘ্য করে তুলবে বলেও তারা মনে করছেন।
[aaroporuntag]
আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে থাকলেও ভারতের বাজারে এই তেলের দাম বৃদ্ধি পাওয়ার মূলে রয়েছে কেন্দ্র সরকারের কর, রাজ্য সরকারের কর, সেস, বিক্রেতাদের কমিশন ইত্যাদি। আর এইসব মিলেই যখন পেট্রোল ডিজেল সাধারণ গ্রাহকদের হাতে এসে পৌঁছাচ্ছে তখন মহা মূল্যবান হয়ে পড়ছে।