নিজস্ব প্রতিবেদন : জ্বালানির জ্বালায় জ্বলছে দেশ। প্রতিদিন বাড়ছে পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানির দাম। এর পাশাপাশি রয়েছে পরিবেশ দূষণ। এসব দিক নজর রেখে এবার বিকল্প ব্যবস্থা আনতে তৎপরতা শুরু করল কেন্দ্র। আগামী পাঁচ বছরের মধ্যেই এই বিকল্প ব্যবস্থা দেশজুড়ে বাস্তবায়িত হবে। বিকল্প এই ব্যবস্থা বাস্তবায়িত হলেই উধাও হয়ে যাবে পেট্রোল।
পেট্রোলের বিকল্প ব্যবস্থা আনা নিয়ে সম্প্রতি এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। মহারাষ্ট্রের আকোলায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই দাবি করেছেন তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে বিকল্প জ্বালানি হিসাবে দেশে ব্যবহার শুরু হবে গ্রিন হাইড্রোজেন, ইথোনাল ফ্লেক্স ফুয়েল, CNG অথবা LNG-র।
দীর্ঘদিন ধরেই পেট্রোলের পরিবর্তে গ্রীন ফুয়েল ব্যবহার করার বিষয়ে জোর দেওয়া হচ্ছিল। এবার এই বিষয়েই কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে দেখা গেল আত্মবিশ্বাসের সুর। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির কথা অনুযায়ী, “সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে আমি বলতে চাই, পাঁচ বছর পর দেশ থেকে পেট্রোল বিলুপ্ত হয়ে যাবে। আপনার গাড়ি ও স্কুটারগুলো হয় গ্রিন হাইড্রোজেন, ইথোনাল ফ্লেক্স ফুয়েল, CNG অথবা LNG-তে চলবে।”
এদিকে ১৭ জুন তিনি জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যে দেশে সাধারণ পেট্রোল ডিজেল চালিত গাড়ির দামেই বিক্রি হবে ইলেকট্রিক গাড়ি। গত কয়েক বছর ধরেই ভারতের রাস্তায় ইলেকট্রিক দু চাকার যানবাহন দেখা গেলেও সেইভাবে চারচাকা দেখা যায়নি। এর অন্যতম কারণ হলো ইলেকট্রিক চারচাকা যানবাহনের আকাশছোঁয়া দাম। এবার এই বিষয়েও উদ্যোগ নিচ্ছে কেন্দ্র সরকার।
এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানান, আগামী ২০২৫ সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক গাড়ি তৈরির হাবে পরিণত হবে। পাশাপাশি এই সময়ের মধ্যেই ভারত বিশ্বের অন্যতম ইলেকট্রিক গাড়ি রপ্তানিকারী দেশে পরিণত হবে।