নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই যেভাবে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছিল তাতে সেঞ্চুরি হাঁকানো কেবলমাত্র সময়ের অপেক্ষা এমনটাই মনে করা হচ্ছিল। অবশেষে সোমবার সেই অপেক্ষার অবসান ঘটলো। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই এদিন পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। যদিও এর আগেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় পেট্রোলের দাম লিটার প্রতি সেঞ্চুরি পার করেছে।
জেলাভিত্তিক লিটার পেট্রোলের দাম (৫ জুলাই, ২০২১)
বীরভূম ১০০ টাকা ৪৪ পয়সা, আলিপুরদুয়ার ১০১ টাকা ৪ পয়সা, বাঁকুড়া ১০০ টাকা ৬১ পয়সা, কোচবিহার ১০০ টাকা ৭৩ পয়সা, দক্ষিণ দিনাজপুর ১০০ টাকা ১৫ পয়সা, দার্জিলিং ৯৯ টাকা ৬২ পয়সা, হুগলি ৯৯ টাকা ৮৯ পয়সা, হাওড়া ৯৯ টাকা ৮৪ পয়সা, জলপাইগুড়ি ৯৯ টাকা ৮২ পয়সা, ঝাড়গ্রাম ১০০ টাকা ৬২ পয়সা, কালিম্পং ৯৯ টাকায় ৭৭ পয়সা, কলকাতা ৯৯ টাকা ৮৪ পয়সা, মালদা ৯৯ টাকা ৯৮ পয়সা।
মুর্শিদাবাদ ১০০ টাকা ৬৮ পয়সা, নদিয়া ১০০ টাকা ৮৯ পয়সা, উত্তর ২৪ পরগনা ১০০ টাকা ৪৩ পয়সা, পশ্চিম বর্ধমান ১০০ টাকা ১৬ পয়সা, পশ্চিম মেদিনীপুর ৯৯ টাকা ৭৮ পয়সা, পূর্ব বর্ধমান ১০০ টাকা ৪ পয়সা, পূর্ব মেদিনীপুর ৯৯ টাকা ৭২ পয়সা, পুরুলিয়া ১০০ টাকা ৫৩ পয়সা, দক্ষিণ ২৪ পরগনা ১০০ টাকা ২ পয়সা, উত্তর দিনাজপুর ১০০ টাকা ৩৪ পয়সা।
শুধু পেট্রোলের দাম বৃদ্ধি নয়, এর পাশাপাশি প্রতিনিয়ত ডিজেল এবং রান্নার গ্যাস সিলিন্ডারের দাম যেভাবে বেড়ে চলেছে তাতেও অশনিসংকেত দেখছেন দেশের বাসিন্দারা। বর্তমান করোনা অতিমারি কালে যখন আমজনতার রোজগার দিন দিন হ্রাস পাচ্ছে সেই সময় এইভাবে মূল্য বৃদ্ধি স্বাভাবিক ভাবেই নয় বিশ্বাস হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্ত পরিবারগুলির। অন্যদিকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রেও।