PF-এ লাগু হলো নতুন নিয়ম, না মানলে সমস্যায় পড়বেন গ্রাহকরা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত ১ সেপ্টেম্বর থেকে PF অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে লাগু হয়েছে নতুন নিয়ম। নতুন নিয়ম লাগু হওয়ার পর সেই নিয়ম না মানলে তা যথেষ্ট প্রভাব ফেলবে গ্রাহকদের উপর। যে কারণে যাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট রয়েছে তাদের এই নতুন নিয়ম সম্পর্কে খুঁটিনাটি জেনে রাখা প্রয়োজন।

১ সেপ্টেম্বর থেকে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে যে নিয়ম লাগু হয়েছে সেই নিয়ম অনুযায়ী, ইউএএন নম্বর অর্থাৎ ইউনিভার্সেল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। এমনটা না থাকলে পিএফ অ্যাকাউন্টে আর টাকা জমা পড়বে না। শুধু টাকা জমা পড়া নয় তার পাশাপাশি টাকা তুলতে পারবেন না কর্মীরা। এর জেরে স্বাভাবিকভাবেই বিপাকে পড়তে হবে।

নতুন নিয়ম অনুযায়ী পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে টাকা তুলতে না পারার পাশাপাশি ঋণ নেওয়াও যাবে না। এছাড়াও রিটায়ারমেন্ট অর্থাৎ অবসরগ্রহণের পর প্রভিডেন্ট ফান্ডের সুবিধা নেওয়ার জন্য বাধ্যতামূলক আধার লিঙ্ক। পাশাপাশি যতদিন পর্যন্ত এই আধার লিঙ্ক সম্ভব হবে না ততদিন টাকা জমা না পড়ায় লোকসানের মুখ দেখবেন কর্মীরা।

অন্যদিকে সরকারের তরফ থেকে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে প্রয়োজন পড়লে ৭৫% টাকা তোলার যে অনুমোদন দেওয়া হয়েছিল সেই অনুমোদন অনুযায়ী টাকা তোলা যাবে না যদি আধার লিঙ্ক না থাকে।

প্রসঙ্গত, পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য সরকারের তরফ থেকে একাধিকবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি এই লিঙ্ক করানোর সময়সীমা একাধিকবার বাড়ানোও হয়েছে। তবে এবার আর এই সময়সীমা বাড়ানোর পথে হাঁটেনি কেন্দ্র। যে কারণে ১ সেপ্টেম্বর থেকেই লাগু হয়ে গেল এই নতুন নিয়ম।