গ্যাস থেকে ব্যাঙ্কিং, ১ সেপ্টেম্বর থেকে বদলে গেল এই পাঁচটি নিয়ম

নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের শুরুতেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িত বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনের পাশাপাশি গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ্য করা যায়। সেইমতো ১ সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাস থেকে ব্যাঙ্কিং পরিষেবা সহ পাঁচটি ক্ষেত্রে নিয়মের বদল ঘটলো।

১) প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক হয়ে গেল। এবার এই নিয়ম না মানা হলে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর পাশাপাশি টাকা তুলতে পারবেন না কর্মীরা।

২) একাধিক ব্যাঙ্ক চেক মারফত লেনদেনের ক্ষেত্রে চালু করে দিল পজিটিভ পে সিস্টেম। এই সিস্টেম অনুযায়ী এবার গ্রাহকদের চেক মারফত লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ককে বেশ কিছু তথ্য প্রদান করতে হবে, অন্যথায় লেনদেন হবে না। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ আরও বেশ কিছু ব্যাঙ্ক ৫০০০০ টাকার উপর লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম জারি করেছে। অন্যদিকে অ্যাক্সিস ব্যাঙ্ক এই নিয়ম জারি করেছে ৫ লক্ষ টাকার উপর লেনদেনের ক্ষেত্রে।

৩) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের সুদের হার কমলো। আগে যেখানে বার্ষিক ৩ শতাংশ সুদ দেওয়া হতো, এখন থেকে এসেই সুদ দেওয়া হবে ২.৯ শতাংশ। নতুন এবং পুরাতন প্রতিটি গ্রাহকদের ক্ষেত্রেই এই নিয়ম লাগু হয়েছে।

৪) গাড়ি বিক্রির ক্ষেত্রে এবার বাধ্যতামূলক করা হয়েছে বাম্পার টু বাম্পার সাধারণ বীমা। এই নিয়ম লাগু হয়েছে গত ১ সেপ্টেম্বর থেকে।

৫) গত ১ সেপ্টেম্বর থেকে ফের ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা। দামের এই পরিবর্তনের ফলে দেশের প্রতিটি জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল।