নিজস্ব প্রতিবেদন : আগামী বছর এক ধাক্কায় ২০% মোবাইল রিচার্জের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সর্ব ভারতীয় সংবাদমাধ্যম Economic Times এর রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। রিপোর্টে দাবি করা হয়েছে ভোডাফোন (Vi) ও এয়ারটেল (Airtel) মাশুল বৃদ্ধি করতে চলেছে। যার মধ্যে ভোডাফোন (Vi) ১৫-২০% মাশুল বৃদ্ধি করবে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। ভোডাফোন (Vi) সম্প্রতি এয়ারটেল (Airtel) এবং রিলায়েন্স Jio-র সাথে প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে পড়েছে।
মাশুল বৃদ্ধি প্রসঙ্গে এয়ারটেল (Airtel) কতটা বৃদ্ধি পেতে পারে তার সঠিক অঙ্ক জানা না গেলেও ওই সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, জিও (Jio) এবং ভোডাফোনের (Vi) সিদ্ধান্তের পরে সিদ্ধান্ত নেবে এয়ারটেল। পাশাপাশি রিপোর্টে এটাও বলা হয়েছে যে জানুয়ারির আগে ডিসেম্বর মাসেই তারা মাশুল বৃদ্ধির পথে হাঁটতে পারে।
তবে এই মাশুল বৃদ্ধি প্রসঙ্গে জিও (Jio) কি পদক্ষেপ নেবে তা এখনো স্পষ্ট নয়। তবে এই সংস্থাকে নিয়েও শুরু হয়েছে কানাঘুষা। পাশাপাশি বর্তমানে জিও এবং এয়ারটেলের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা জোরদার। গত জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিও তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে ৭০ লাখ। সেই জায়গায় এয়ারটেলের গ্রাহক সংখ্যা বৃদ্ধি হয়েছে জিওর থেকে প্রায় দ্বিগুণ, ১ কোটি ৪০ লাখ। তবে এই সময়ে ভোডাফোন ৮০ লাখ গ্রাহক হারিয়েছে।
প্রসঙ্গত, টেলিকম সংস্থাগুলির শেষবার মাশুল বৃদ্ধি হয়েছিল গত বছর অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বর মাসে। সেই সময় প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থার একযোগে মাশুল বৃদ্ধি করে প্রায় ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। আর এবছরের শেষেও এমনটাই হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা মনে করেন, মাশুল বৃদ্ধি না হলে টেলিকম সংস্থাগুলির বাজারে টিকে থাকাটা দায় হয়ে পড়তে পারে।