নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল যুগে তিন দিন বাড়ছে ডিজিটাল লেনদেন। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন ধরনের UPI অ্যাপ। এই সকল ইউপিআই অ্যাপের মধ্যে আবার জনপ্রিয়তার শিখরে রয়েছে PhonePe। এই সংস্থার তরফ থেকেই এবার গ্রাহকদের ডেবিট কার্ড ছাড়াই পেমেন্ট করার পদ্ধতি আনা হলো।
সংস্থার তরফ থেকে এবার ঘোষণা করা হয়েছে, ডেবিট কার্ড না থাকলেও আধার কার্ড এর মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করে গ্রাহকরা তাদের লেনদেন করতে পারবেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভারতে প্রথম কোন সংস্থা হিসাবে তারাই এমন পরিষেবা চালু করল।
এর ফলে যে সকল গ্রাহকদের কেবলমাত্র আধার কার্ড রয়েছে অথচ ডেবিট কার্ড নেই তারাও ডিজিটাল লেনদেন করার সুযোগ পাবেন। কারণ দেখা যায় অনেক গ্রাহক রয়েছেন যারা ডেবিট কার্ড ব্যবহারই করেন না। এক্ষেত্রে এতদিন পর্যন্ত তারা এই ধরনের ইউপিআই অ্যাপ ব্যবহার করার সুযোগ পেতেন না। এবার তারা এই সুযোগ পাবেন এবং এই ধরনের ডিজিটাল লেনদেনের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
ডেবিট কার্ড ছাড়া আধার নম্বরের মাধ্যমে এই পরিষেবা নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত থাকতে হবে এবং আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে। এই সকল সংযুক্তিকরণ থাকলেই গ্রাহকরা ফোন পে অ্যাপ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে তাদের ডেবিট কার্ড ব্যবহার করে ফোনপে চালু করার ঝামেলা থাকবে না।
ফোনপে অ্যাপের সঙ্গে অ্যাকাউন্ট লিংক করার জন্য আগে যেমন ডেবিট কার্ডের নম্বর দিতে হতো ঠিক সেই রকমই এবার আধার কার্ডের শেষ ছয় ডিজিট নম্বর দিতে হবে এবং UIDAI থেকে একটি OTP যাবে গ্রাহকের মোবাইলে। একইসঙ্গে ব্যাংকের তরফ থেকেও একটি ওটিপি যাবে গ্রাহকের কাছে। এই সমস্ত প্রক্রিয়া ওটিপি মারফত ভেরিফিকেশন হওয়ার পর গ্রাহকরা ফোনপে ব্যবহার করতে পারবেন।