PhonePe, Paytm-এ লেনদেনে এবার নিয়মে বদল, প্রভাব পড়বে ব্যবহারকারীদের উপর

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে দিন দিন ব্যবহার বাড়ছে ডিজিটাল লেনদেনের (Digital Payment)। বিভিন্ন জায়গায় কেনাকাটার পর আগের মত আর নগদ ব্যবহার না করে বহু মানুষকেই ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে দেখা যায়। এর ফলে যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নগদের ব্যবহার কমেছে, ঠিক সেই রকমই অনেক ঝামেলাও কমে গিয়েছে। বিশেষ করে খুচরো দেওয়া অথবা খুচরো ফেরত নেওয়ার ক্ষেত্রে যে অসুবিধা দেখা যেত তা আর নেই বললেই চলে।

স্বাভাবিকভাবেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই মাধ্যমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। PhonePe, Paytm সহ অন্যান্য যে সকল অ্যাপ রয়েছে সেগুলিও দিন দিন বিপুল সংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে। তবে যখন এই সকল ইউপিআই অ্যাপের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে সেই সময় নতুন এক নিয়ম জারি করা হলো। নতুন সেই নিয়ম প্রভাত ফেলবে ব্যবহারকারীদের উপর।

ইউপিআই অ্যাপের মাধ্যমে নিয়মে যে বদল আনা হয়েছে তাতে এবার থেকে আর খুচরো লেনদেনের জন্য পিন দিতে হবে না। PhonePe, Paytm-এ খুচরো লেনদেন করার সময় যাতে কোনো রকম পিন ছাড়াই পেমেন্ট করা যায় তার জন্য এই সকল পেমেন্ট অ্যাপগুলি UPI Lite ফিচার নিয়ে হাজির হতে চলেছে। নতুন ফিচারে কত টাকা পর্যন্ত কোন পিন দেওয়ার প্রয়োজন হবে না?

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) UPI Lite নামে নতুন যে ফিচার আনতে চলেছে তাতে ২০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোন পিন দিতে হবে না বলেই জানা যাচ্ছে। জনপ্রিয় কোন ইউপিআই পেমেন্ট অ্যাপ এই প্রথম এমন ফিচার শুরু করতে চলেছে। নতুন এই ফিচার হলো অন ডিভাইস ওয়ালেট সার্ভিস।

তবে প্রশ্ন হল পিন দেওয়া না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাবে না তো? তা যাবে না। কারণ UPI Lite এ টাকা ফোনের মধ্যেই থাকবে। ব্যাংকের সঙ্গে কোন যোগাযোগ থাকবে না।