সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর! চিনিয়ে দিবে PIB, রইলো WhatsApp নাম্বার

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে আমরা দেখি নানান ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়ে ফেক নিউজ অর্থাৎ ভুল তথ্য। মানুষ সেগুলিকে সত্যি ভেবে নিজেদের পরিচিতদের কাছে সেগুলো ফরওয়ার্ড করেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এসব ফেক নিউজ থেকে মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু এবার ‘PIB Factcheck’ হোয়াটসঅ্যাপে সক্রিয় হওয়ায় আপনি সহজেই যাচাই করে নিতে পারবেন কোন খবরটি সত্যি ও কোনটি ফেক নিউজ।

PIB সম্প্রতি একটি ট্যুইটের মাধ্যমে জানায় যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যগুলি সত্যি কিনা সেটা আপনি যাচাই করতে পারবেন একটি ছোট্ট উপায়ে। যেই খবরটির সত্যতা আপনি যাচাই করতে চান সেই খবরটি ‘৮৭৭৯৯৭১১২৫৯’ এই নম্বরে আপনি ফরোয়ার্ড করতে পারেন অথবা pibfactcheck@gmail.com এ সেই তথ্যটি পাঠাতে পারেন।

কিন্তু এক্ষেত্রে একটি বিশেষ কথা উল্লেখ করা হয়েছে যে কোন ধরনের রাজনৈতিক সংবাদ বা বেসরকারি পরিষেবা বিষয়ক সংবাদ ফেক নিউজ কিনা তা এই প্রক্রিয়ায় জানা যাবে না। বরং শুধুমাত্র কোনো সরকারি স্কিম বা ঘোষনা বা আদেশ সংক্রান্ত সংবাদের সত্যতা যাচাই করা যেতে পারে এই পরিষেবার মাধ্যমে।

আশা করা হচ্ছে, সরকারি স্কিমের নামে যেসব ভুল তথ্য দিয়ে কিছু সুবিধাবাদী সংস্থা নিজের সুবিধার জন্য প্রচার করছে তারা একদিকে যেমন সংযত হবে, ঠিক তেমনই সাধারণ মানুষের ফেক নিউজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। এই উদ্দেশ্যেই ‘PIB Factcheck’ এই পরিষেবা চালু করেছে।ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যেও এই পরিষেবার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।