নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের পাশাপাশি বাংলার অধিকাংশ বাড়িতেই পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস কানেকশন (LPG)। তবে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে বাংলার অধিকাংশ জায়গাতেই রয়েছে পুরাতন পদ্ধতি অর্থাৎ সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা। সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই সকল সমস্যার সম্মুখীন থেকে রেহাই পেতে এবার বাংলায় প্রথম শুরু হল পাইপ লাইনের মাধ্যমে গ্যাস (Pipeline LPG WB) সরবরাহ।
সিলিন্ডারের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে বিশাল ওজনের সিলিন্ডার এদিক থেকে ওদিক করা অনেক সমস্যা। পাশাপাশি সিলিন্ডারের মাধ্যমে গ্যাস বাড়িতে মজুত রাখার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এছাড়াও গ্যাস শেষ হয়ে গেলে বাড়িতে বাড়তি সিলিন্ডার না থাকলে রান্না বন্ধ হয়ে যায়। কিন্তু এই সকল সমস্ত সমস্যার সমাধান এক নিমেষে হয়ে যাবে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে।
পশ্চিমবঙ্গে প্রথম পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা শুরু হয়ে গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। ইন্ডিয়ান অয়েল এবং আদানি গোষ্ঠীর চুক্তির ভিত্তিতে তাদের প্রচেষ্টায় দুর্গাপুরে এমন পরিষেবা পেলেন সুশান্ত কুমার রায় নামে এক উপভোক্তা। তিনি হলেন বাংলার প্রথম উপভোক্তা যিনি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাসের কানেকশন পেয়েছেন। প্রথম উপভোক্তা হতে পেরে স্বাভাবিকভাবেই খুশি সুশান্ত কুমার রায়।
আরও পড়ুন ? অপেক্ষার দিন শেষ! এই শহরে প্রথম মিলবে পাইপ লাইনের মাধ্যমে বাড়িতেই রান্নার গ্যাস
দুর্গাপুরের সেল কো-অপারেটিভ এলাকার বাসিন্দা সুশান্ত কুমার রায় দাবি করেছেন, নামমাত্র খরচেই তিনি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস কানেকশন পেয়েছেন। আবার এই গ্যাস কানেকশন পেতে তাকে খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি। তিনি দিন ১৫ আগে আবেদন করেছিলেন এবং সেই আবেদনের ভিত্তিতেই গত বৃহস্পতিবার তার বাড়িতে কানেকশন পৌঁছে দেওয়া হয়। রাজ্যে প্রথম দুর্গাপুরের সেল কো-অপারেটিভ ৫৯ তারাশঙ্কর সরণিতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস কানেকশনের শুভ সূচনা হলো।
পাইপ লাইনের মাধ্যমে যে গ্যাস সরবরাহ করা হবে সেই গ্যাসের দাম সিলিন্ডার ভর্তি গ্যাসের দামের তুলনায় কম। এছাড়াও এই ধরনের গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে প্রতি দুমাস অন্তর অন্তর বিল আসবে। NPG অর্থাৎ ন্যাচারাল পাইপড গ্যাস কোন কারণবশত লিক হলে তা সহজেই বাতাসের সঙ্গে মিশে যাবে। যে কারণে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কম এই ধরনের গ্যাস পরিষেবায়। তবে দুর্গাপুরে প্রথম এই পরিসেবা শুরু হলেও রাজ্যের অন্যান্য জায়গায় এই পরিষেবা শুরু হতে এখনো অপেক্ষা করতে হবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। অন্যদিকে দুই বর্ধমানের অন্যান্য এলাকার বাসিন্দারা নতুন এই পরিষেবা শুরু হওয়ার ফলে তাকিয়ে রয়েছেন তারা কবে পাবেন এমন কানেকশন তার দিকে।