আলোছায়ায় বন্দে ভারত, এমন ভিডিও আগে দেখেননি, আপলোড হতেই ভাইরাল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) যেমন ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড, ঠিক সেই রকমই আবার ভারতীয় রেলের স্বপ্ন হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। প্রতিদিন যেমন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন, ঠিক সেই রকমই বন্দে ভারতকে তৈরি করা এবং তা আরও উন্নত করার জন্য লক্ষ লক্ষ পরিকল্পনা, প্রচেষ্টা চালাচ্ছে ভারতীয় রেল।

Advertisements

ভারতীয় রেল এবং দেশের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই দেশের বেশ কিছু রুটে বিদ্যুতের গতিতে চলাচল করছে। আগামী দু’বছরের মধ্যে দেশে ২০০টি বন্দে ভারত চালু করার পরিকল্পনা রয়েছে রেলের। বন্দে ভারত নিয়ে যখন ভারতীয় রেল এবং ভারতীয় নাগরিকদের মধ্যে স্বপ্ন দিন দিন বাড়ছে সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) এমন একটি ভিডিও আপলোড করলেন যা নিমেষে ভাইরাল হল।

Advertisements

পীযূষ গোয়েল যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন অপ্রতিরোধ্য। অন্যদিকে সেই একই ভিডিওটি শেয়ার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও (Mansukh Mandaviya) লিখেছেন, ‘কী অপূর্ব ছবি’। ঠিক কি রয়েছে বন্দে ভারতের নতুন এই ভিডিওতে! যে ভিডিওটি দেখে মুগ্ধ হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি মুগ্ধ সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া এবং ভাইরাল হওয়া ভিডিওটি হল স্বচ্ছ জলাশয়ের পাশ দিয়ে তীব্র গতিতে ছুটে চলা একটি বন্দে ভারত এক্সপ্রেসের। স্বচ্ছ সেই জলাশয়ে স্বপ্নের ট্রেনটির অসামান্য প্রতিফলন দেখা যাচ্ছে। এই অপূর্ব দৃশ্যের পাশাপাশি তা আরও অপূর্ব হয়ে উঠেছে যখন দূরের পাহাড় ও ঝকঝকে নীল আকাশ চোখ টানে।

শুধু কেন্দ্রীয় মন্ত্রীরা নন, এর পাশাপাশি এই ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা। তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা মন্তব্য করেছেন, এই ভিডিও দেখে মনে হচ্ছে যেন একইসঙ্গে দুটি বন্দে ভারত চলছে। একটি চলছে মাটির উপর এবং আরেকটি নিচে।

Advertisements