নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি যেভাবে সর্বশক্তি দিয়ে সেই জায়গায় তাকে আটকে নজির গড়েছে তৃণমূল। আর এই বিজেপিকে আটকানোর মূলে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের অবদান যথেষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।
একুশের বিধানসভায় বিজেপি পশ্চিমবঙ্গের ধরাশায়ী হওয়ার সাথে সাথেই ২৪শের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপিকে আটকানোর জন্য নানান কৌশল তৈরি করছে বিরোধী দলগুলি। এই বিরোধী দলগুলি আবার তাদের কৌশল তৈরি করার জন্য প্রশান্ত কিশোরের দ্বারস্থ হয়েছেন বলেও জানা যাচ্ছে। কিন্তু ফন্ট তৈরি করে কি আদৌ বিজেপিকে আটকানোর সম্ভব তা নিয়ে এবার মুখ খুললেন প্রশান্ত কিশোর।
মঙ্গলবার দেশের অবিজেপি এবং অকংগ্রেসী ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন শরদ পাওয়ার। যশোবন্ত সিংকে সামনে রেখে এই সলতে পাকানোর বিশেষ ভূমিকায় রয়েছেন প্রশান্ত কিশোর। ইতিমধ্যেই তিনি শরদ পাওয়ারের সাথে দু-দুবার বৈঠক করে ফেলেছেন। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগেই সোমবার মুখ খুলেছেন তিনি।
সোমবার সর্বভারতীয় একটি বেসরকারি সংস্থার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রশান্ত কিশোর বলেন, তৃতীয় অথবা চতুর্থ ফ্রন্টের ধারণা সেকেলে। এইভাবে বিজেপিকে চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বিজেপির বিরুদ্ধে তৃতীয় অথবা চতুর্থ ফ্রন্ট করতে নামেননি। কারণ এই পদ্ধতিতে বিজেপিকে আটকানো সম্ভব নয়।
প্রশান্ত কিশোরের কথায়, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি বিজেপির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ লড়াই গড়ে তুলতে কোন বিরোধী জোটকে নেতৃত্ব দিচ্ছেন না। পাশাপাশি তিনি কংগ্রেসের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন, ওদের (কংগ্রেস) কিছু একটা সমস্যা হচ্ছে। সেটা বুঝতে হবে এবং তার সমাধান সূত্র খুঁজে বের করতে হবে।