নিজস্ব প্রতিবেদন : রেল ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার জন্য ভারতীয় রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে নামানো হচ্ছে। এই সকল ট্রেন ট্র্যাকে নামার ফলে গতিতে আসছে আমূল পরিবর্তন। তবে দেশের বেশ কয়েকটি জায়গায় এখনো পর্যন্ত পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হলেও পশ্চিমবঙ্গের শিকেয় একটিও জোটেনি। এই নিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের আক্ষেপের শেষ নেই।
তবে সেই আক্ষেপ আর বেশি দিন থাকবে না বলে জানা যাচ্ছে রেল সূত্রে। রেলমন্ত্রকের তরফ থেকে দেওয়া আশ্বাসে জানানো হয়েছে, পূর্ব ভারত কোনভাবেই বন্দে ভারত এক্সপ্রেস থেকে বঞ্চিত হবে না। সেখানে অন্ততপক্ষে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই পরিকল্পনা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত করা হবে।
স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী রেলবোর্ড দ্রুত গতিতে তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই দেশে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে যাদের মধ্যে প্রথম দুটির ক্ষেত্রে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার এবং বাকিগুলি ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার।
পশ্চিমবঙ্গে যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে সেইগুলি থার্ড জেনারেশন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে বলেই জানা যাচ্ছে রেলমন্ত্রক সুত্রে এবং এই সকল ট্রেনের গতিবেগ থাকবে ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি হাওড়া থেকে বিভিন্ন রুটে চালানো হবে বলেও জানানো হয়েছে।
রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, যে সকল রুটে এই ট্রেনগুলি চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলি হল হাওড়া-রাঁচী, হাওড়া-ঝাড়সুগুদা, হাওড়া-ভুবনেশ্বর, হাওড়া-পটনা ও হাওড়া/শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি। পরিকল্পনা অনুযায়ী পাঁচটি ট্রেনে হাওড়া থেকে গন্তব্যের দিকে রওনা দিতে পারে অথবা চারটি হাওড়া এবং একটি শিয়ালদা থেকে রওনা দিতে পারে।