Bardhaman Green plastic Road: রাজ্যবাসীর সুবিধার্থে বহু প্রকল্পের বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। নিম্নবৃত্ত থেকে শুরু করে সাধারণ মানুষ, শিক্ষার্থীদের জন্য নানা প্রকল্প চালু করেছে রাজ্যের মাননীয়া। পাশাপাশি সাধারণ মানুষের ভালোভাবে বসবাসের জন্য রাস্তাঘাট নির্মাণ, সহজেই বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। আর সেই প্রকল্পের টাকা দিয়েই বর্ধমানের এক রাস্তা হয়ে উঠল ঘাসের বিছানা। কালো পিচ নয়, সবুজ রঙের রাস্তা তৈরি হয়েছে বর্ধমানের (Bardhaman Green plastic Road) এক গ্রামে। যা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। কিভাবে তৈরি হলো এই রাস্তা? বর্ধমানের কোন জায়গায় এই নতুন রঙের রাস্তা তৈরি হয়েছে?
সম্প্রতি পঞ্চম রাজ্য অর্থ কমিশন রাস্তা মেরামতের জন্য বরাদ্দ টাকা প্রদান করেছে। আর সেই অর্থ দিয়েই পূর্ব বর্ধমানের (Bardhaman Green plastic Road) এক গ্রামে তৈরি করা হলো সবুজ রঙের রাস্তা। যা দেখে বুঝতে পারবেন না সেটি রাস্তা নাকি ঘাসের কার্পেট। কিভাবে নির্মিত হয়েছে এই রাস্তা?
আরো পড়ুন: শহরবাসীর জন্য দারুন খবর! এবার যাতায়াত হবে আরো সহজ, এই রুটে চালু হবে মেট্রো চলাচল
সাধারণত পিচের রাস্তা যেমন ভাবে তৈরি হয় তেমনভাবেই পিচ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তার ওপর বিটুমিনের সঙ্গে গ্রীন সিল কোটের মিশ্রন করে কালো পিচের ওপর প্রলেপ দেওয়া হয়েছে। সাথে রাস্তায় বসানো হয়েছে সোলার লাইট। যা রাস্তার সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে। আর এই রাস্তা তৈরি করতে প্রায় ৫ লক্ষ ৬৬ হাজার টাকা খরচ হয়েছে। পূর্ব বর্ধমানের কোন জায়গায় তৈরি হয়েছে এই রাস্তা?
আরো পড়ুন: ‘মৌজা ম্যাপ’ এর পরিবর্তন হচ্ছে প্রায় ১০০ বছর পর, কি পরিবর্তন হবে নয়া ম্যাপে?
পূর্ব বর্ধমান জেলার (Bardhaman Green plastic Road) আউসগ্রামে তৈরি হয়েছে এই সবুজ পথ। সঠিক স্থান যদি বলতে হয় তাহলে বলতে হবে আউসগ্রাম ২নম্বর ব্লকের পঞ্চায়েত অমরপুরের একটি রাস্তায় এই পান্না রং করা হয়েছে। জানা গেছে অমরপুর পঞ্চায়েতের কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এসটি পাড়া পর্যন্ত একটি রাস্তা গিয়েছে। আর সেই রাস্তার উপরেই এই ঘাসের রঙ করা হয়েছে। যা অন্যান্য রাস্তার তুলনায় বৈচিত্রপূর্ণ।
মূলত পিচের সাথে প্লাস্টিকের বোতল গলিয়ে এই গ্রীন সিল কোট তৈরি করা হয়েছে। যা রাজ্যের অন্য কোথাও তৈরি হয়নি। তবে এই সবুজ রঙের রাস্তার প্রলেপ রাস্তার সৌন্দর্য যেমন বাড়িয়েছে তেমনি বৃষ্টির জলের হাত থেকেও রক্ষা করছে পিচকে। যার ফলে রাস্তা অনেক দিন টেকসই হবে। স্থানীয় সূত্রে খবর এই কালিকাপুর এলাকাটি একটি ঐতিহ্যপূর্ণ জায়গা (Bardhaman Green plastic Road)। যেখানে বহু পর্যটক ঘুরতে আসেন। বহু সিনেমার শুটিং হয়েছে এই স্থানে। ফলেই এখানে এমন বৈচিত্রপূর্ণ রাস্তা পেয়ে বেশ আনন্দিত এখানকার গ্রামবাসী।