Howrah Railway Station: কলকাতার প্রাচীনতম রেল স্টেশন হিসেবে পরিচিত হাওড়া স্টেশন। অন্যদিকে ভারতের প্রাচীনতম এবং ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে একটি এই হাওড়া স্টেশন। এবার সেই হাওড়া স্টেশন (Howrah Railway Station) নিয়েই নয়া খবর জানালো পূর্ব রেল। ট্রেনের চাপ কমাতে এবং যাত্রীদের সুবিধার্থে বাড়তে চলেছে হাওড়া স্টেশনের আরো একটি প্ল্যাটফর্ম। সাথে পুনরায় সম্প্রসারিত হবে আরো দুই পুরনো প্ল্যাটফর্ম। কবে থেকে চালু হবে এই প্ল্যাটফর্মগুলি? বর্তমানে কাজ কতদূর এগিয়েছে? জানালো পূর্ব রেল।
প্রসঙ্গত, সাধারণ মানুষের কম খরচে এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছানোর অন্যতম মাধ্যম হলো এই রেল মাধ্যম। যার মাধ্যমে প্রতিনিয়ত বহু মানুষ নিজেদের গন্তব্যস্থলে পৌঁছায়। আর সেই রেলমাধ্যমের মধ্যে অন্যতম হলো হাওড়া রেল স্টেশন (Howrah Railway Station)। যে স্টেশনের উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার মানুষ। ট্রেন চলাচল করে প্রায় দুশোর ওপরে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে স্টেশনের চাপ। যা নিয়ে হিমশিম খেয়ে পড়ছে রেল কর্তৃপক্ষরা। দাবি উঠছে আরো বেশি ট্রেন চালানোর। আর তেমনি সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
আরো পড়ুন: গঙ্গার তলা দিয়ে আসছে কলকাতা-হাওড়া ট্রাক সুড়ঙ্গ, যানজট সমস্যার স্থায়ী সমাধান
মূলত হাওড়া স্টেশনে দুটি সেকশন রয়েছে। একটি ওল্ড সেকশন যা ১-১৫ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত। নিউ সেকশন ১৭ থেকে ২৩ নম্বর পর্যন্ত। মাঝে ১৬ নম্বর প্ল্যাটফর্মটা প্রায় জিরো মাইল হিসেবেই পড়ে রয়েছে। তাই এবার পূর্ব রেল তরফে জানানো হয়েছে যাত্রীদের চাপ কমাতে এবং ট্রেন চলাচলের সমস্যা দূর করতে সম্প্রসারণের কাজ হচ্ছে ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মে। শুধু তাই না, ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মের পুনরায় সম্প্রসারণের পাশাপাশি জোর কদমে চলছে নতুন প্ল্যাটফর্মের কাজ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ২৪ নম্বর প্ল্যাটফর্মের কাজ। কবে থেকে চালু হবে এই প্ল্যাটফর্ম?
আরো পড়ুন: যাত্রীদের জন্য সুখবর, এবার চটজলদি পৌঁছানো যাবে এই রুট ধরে
এ প্রসঙ্গে হাওড়ার স্টেশনের DRM জানিয়েছেন যে সম্প্রসারণের পর ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্সপ্রেস এবং মেল ট্রেন ছাড়া হবে। যার ফলে অনেকটাই চাপ কমবে। পাশাপাশি ১৬ নম্বর প্ল্যাটফর্মে সেরকমভাবে ট্রেন ঢোকে না শুধু মালগাড়ি ঢোকে। তাও খুব বেশি নয়। তাই সম্প্রসারণের পর আরো বেশি মাল গাড়ি ঢুকলে অন্য প্ল্যাটফর্মগুলোর অনেকটাই চাপ কমবে। অন্যদিকে হাওড়া স্টেশনের (Howrah Railway Station) নতুন প্ল্যাটফর্ম ২৪ নম্বর খুললে আরো সুবিধা বৃদ্ধি পাবে।
পূর্ব রেল সূত্রে খবর সাম্প্রতিক ঝড়ের গতিতে চলছে হাওড়া রেল স্টেশনের (Howrah Railway Station) প্ল্যাটফর্ম নির্মাণের কাজ। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই এই নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে জানা যাচ্ছে। ফলস্বরূপ সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ২০২৫এই চালু হয়ে যেতে পারে হাওড়া রেল স্টেশনের নতুন প্ল্যাটফর্মসহ সম্প্রসারিত ২ প্ল্যাটফর্মের ট্রেন চলাচল। তবে কতটা কার্যকর হয় সেটাই দেখার।