ট্রেনের ভাড়ার পর কয়েকগুণ বাড়লো প্ল্যাটফর্ম টিকিটের দাম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে স্বল্প দূরত্বের ট্রেনের টিকিটের দাম বাড়ানো হয়েছে। আর এবার ট্রেনের টিকিটের দাম বৃদ্ধির পর প্ল্যাটফর্ম টিকিটের দামও বাড়ানো হলো কয়েকগুণ। ট্রেনের টিকিটের দাম বৃদ্ধির কারণ হিসেবে আগেই সরকারিভাবে জানানো হয়েছিল অযথা যাতে কেউ ট্রেন সফর না করেন সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির ক্ষেত্রেও একই কারণ রয়েছে।

Advertisements

Advertisements

একটি সরকারি সংস্থা সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে এই প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির কথা। তাদের তরফ থেকে জানানো হয়েছে ১লা মার্চ থেকে এই টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে। কিন্তু কতটা বেড়েছে এই প্ল্যাটফর্ম টিকিটের দাম?

Advertisements

জানা যাচ্ছে, একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশন প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে ৫ গুণ পর্যন্ত। মধ্য রেলের বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, মুম্বই মহানগর এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশনে প্রবেশ করার জন্য সাধারণ মানুষকে ৫০ টাকা দিয়ে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে। এই টিকিটের দাম ছিল আগে মাত্র ১০ টাকা। আর এই নতুন বর্ধিত দাম কার্যকর থাকবে জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত।

[aaroporuntag]
প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির পেছনে যুক্তি হিসেবে জানানো হয়েছে, দেশের একাধিক অঞ্চলে পুনরায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। গরমের ছুটির সময় যাত্রীদের চাপ বেশি থাকে। যে কারণে অহেতুক ভিড় এড়াতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements