Lottery: সোশ্যাল মিডিয়ার দৌড়াতে প্রতিদিন এমন অনেক জিনিস চোখে পড়ে যা সত্যিই অদ্ভুত। কিংবা দেশ-বিদেশের নানান খবর ঘরে বসেই দেখতে পারি এই সোশ্যাল মিডিয়ার সাহায্যে। দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কি ঘটছে তা নিমেষেই জানা হয়ে যায় অথবা বিদেশেও যদি কোথাও কিছু ঘটে তাও আমরা ঘরে বসেই জানতে পারি। এমনই একটি চমকপ্রদ খবর সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ চর্চিত হয়েছে। আজকে এই প্রতিবেদনে আলোচনা করা হবে এক সাধারন মানুষের স্বপ্নপূরণের গল্প।
বাড়িতে সাধারণত কলের কোনও সমস্যা দেখা দিলে কলমিস্ত্রির ডাক পরে। কল সারাইয়ের কাজ করেই এদের সংসার চালাতে হয়। সাধারণত আর্থিক দিক থেকে এরা খুব সচ্ছল হয় না। এমনই একজন কলমিস্ত্রির কথা আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে। যিনি থাকেন একটি ভাড়াবাড়িতে। সেই কলমিস্ত্রিই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। লটারি কেটে একেবারে প্রথম পুরস্কার পেয়ে গেলেন তিনি যার মূল্য হল দেড় কোটি টাকা (Lottery)। তার গোটা পরিবার এবং গ্রাম মেতে উঠল এই খুশির আনন্দে।
এই কলমিস্ত্রি থাকেন হরিয়ানার সিরসাতে, নাম হল মঙ্গল। সম্প্রতি তিনি লাটারিতে দেড় কোটি টাকা জিতেছেন (Lottery)। মঙ্গলের সংসারে রয়েছে তার স্ত্রী এবং কন্যা। বহু বছর ধরে তিনি স্ত্রী এবং কন্যাকে নিয়ে থাকেন ভাড়াবাড়িতে। অনেকদিন ধরেই মঙ্গলের লটারি কাটার নেশা আছে। সুযোগ পেলেই তিনি লটারি কাটেন। বিগত পাঁচ ছয় বছর ধরে তিনি লটারি কাটছেন কিন্তু কখনো এত মোটা অংকের টাকা জিততে পারেন নি তিনি। তবে সর্বদাই অপেক্ষা করতেন কখনো না কখনো মোটা অঙ্কের টাকা জিতবেন অবশ্যই। সেই আশা মনে ধরেই তিনি লটারি কেটে গিয়েছেন।
আরও পড়ুন: খুশির হাওয়া জেলাজুড়ে, UPSC পরীক্ষায় সপ্তম স্থান অর্জন দেবার্ঘ্যের প্রকাশ্যে এলো সাফল্যের রহস্য
বুধবার সন্ধ্যায় তিনি গিয়েছিলেন লটারির (Lottery) টিকিট মেলাতে, তারপর যা ঘটলো তা সত্যি বিশ্বাস করার মতো নয়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না মঙ্গল। তিনি যে লটারির টিকিট কেটেছিলেন তাতে প্রথম পুরস্কার লাভ করেছেন। এই লটারির প্রথম পুরস্কারের মূল্য সত্যিই অবাক করার মতো। কয়েকবার টিকিটের নম্বর মেলানোর পর তারপর তিনি নিশ্চিন্ত হতে পেরেছেন যে তিনি প্রথম পুরস্কার লাভ করেছেন।
তার মত একজন সাধারন কলমিস্ত্রির পক্ষে এত টাকা লাভ করা সত্যি বিশ্বাসযোগ্য নয়। টিকিটের প্রথম পুরস্কারের মূল্য হল দেড় কোটি টাকা। ইতিমধ্যেই তাঁর গ্রামে লটারি জেতার খবর পৌঁছে গিয়েছিল।পরিবার থেকে শুরু করে পড়শিরা মঙ্গলকে স্বাগত জানানোর জন্য ঢাক-ঢোল নিয়ে প্রস্তুত ছিলেন। যখনই তিনি গ্রামে ঢুকলেন গ্রামবাসীরা উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি, এমনকি গ্রামে বিতরণ করা হয়েছিল মিষ্টি। দেড় কোটি টাকা জিতে মঙ্গল বলেন, লটারিতে জেতা প্রথম পুরস্কার দিয়ে তিনি নিজের মাথার ছাদ পাকা করবেন। নিজের জন্য সুন্দর একটি বাড়ি বানিয়ে বাকি টাকা সঞ্চয় করে রাখবেন এমনটাই পরিকল্পনা তার।।