নিজস্ব প্রতিবেদন : আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান (PMAY-U) প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের বাড়ানো হয়েছে ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত। দেশের প্রতিটি মানুষ যাতে পাকা বাড়ির ছাদের নিচে বসবাস করতে পারেন তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্প আনা হয়। এই প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।
এই সকল বাড়ি তৈরির কাজ শেষ হতে আরও দু’বছর সময় প্রয়োজন। যে কারণে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অনুরোধের পরিপ্রেক্ষিতে PMAY-U প্রকল্পের মেয়াদ আরও দু’বছর বাড়িয়ে করা হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২০১৫ সালের ২৫ জুন এই প্রকল্প শুরু হওয়ার পর ২০১৭ সাল পর্যন্ত প্রায় এক কোটি আবেদন জমা পড়ে। যদিও সবাইকে অনুমোদন দেওয়া হয় নি।
কেন্দ্রের তরফ থেকে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই প্রকল্পের জন্য এখনো পর্যন্ত ১২২.৬৯ লক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৮.৩১ লক্ষ কোটি টাকা। পাশাপাশি তথ্য থেকে জানা যাচ্ছে ৬২.০৫ লক্ষ বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ৩১ শে ডিসেম্বরের মধ্যেই বাকি লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্য রয়েছে কেন্দ্রের।
এই প্রকল্পের আওতায় যারা আবেদন করতে পারবেন
বাৎসরিক আয়ের ভিত্তিতে তিন রকম ক্যাটাগরি রাখা হয়েছে। সেই ক্যাটাগরি অনুযায়ী এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়া যাবে। প্রথম ক্যাটাগরি হলো কম রোজগার, এক্ষেত্রে যাদের বার্ষিক আয় ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা তারা আবেদন করতে পারবেন।
দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে মিডিল ইনকাম গ্রুপ-১। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন যাদের বাৎসরিক রোজগার ৬ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা। তৃতীয় ক্যাটাগরি হিসাবে মিডল ইনকাম গ্রুপ-২, এক্ষেত্রে যাদের রোজগার বাৎসরিক ১২ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা। এই তিনটি ক্যাটাগরি হিসেবে আবেদন করা যাবে।
আবেদনকারী ব্যক্তির অথবা তার পরিবারের কোনো সদস্যদের দেশের কোথাও পাকা বাড়ি থাকলে হবে না।
যাদের রোজগার বাৎসরিক ১৮ লক্ষ টাকার বেশি তারা কোনোভাবেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এর পাশাপাশি যে সকল ব্যক্তিরা ইতিমধ্যেই কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে কোনরকম আবাসন প্রকল্পের সুবিধা পেয়েছেন তারা কোনভাবেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।