বাংলাএক্সপি ডেস্কঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প (PM Awas Yojana New Rules) এমন একটি প্রকল্প যার মধ্য দিয়ে দেশের নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের মাথার ছাদ দেওয়া হয়। যাদের নিজস্ব জমি রয়েছে অথচ বাড়ি তৈরি করার পর্যাপ্ত টাকা থাকে না তাদের সরকারের তরফ থেকে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হয়ে থাকে কোনরকম ঋণ অথবা ফেরত দেওয়ার শর্ত ছাড়াই। আর এবার এই প্রকল্পের নিয়মে সরকার বদল আনল, যে বদলের পরিপ্রেক্ষিতে সরকারি ঘর পাওয়ার সুযোগ পেতে পারেন আপনিও।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় কেন্দ্র সরকারের তরফ থেকে নিম্নবিত্ত মানুষদের বাড়ি তৈরির জন্য টাকা দিলেও এই টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। যে সকল শর্ত মানতে গিয়ে বহু নাগরিকরা যাদের সত্যিই বাড়ির দরকার তারা পান না। এরই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়মে অনেক সরলতা আনা হলো এবং তার পরিপ্রেক্ষিতে বহু মানুষ রয়েছেন যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার সুযোগ পাবেন।
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশের রাজ্যগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করে নতুন নিয়মের বিষয়টি জানিয়েছেন। নতুন যে নিয়ম আনা হয়েছে তা মূলত গ্রামীণ আবাস প্রকল্পের ক্ষেত্রে। আগে কারো বাড়িতে মোটরসাইকেল, রেফ্রিজারেটর, মাছ ধরার মোটর চালিত নৌকা, ল্যান্ড ফোন ইত্যাদির পাশাপাশি মাসিক ১৫ হাজার টাকার বেশি আয় হলে তাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হতো না।
আরও পড়ুন : Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার থেকে সুভদ্রা যোজনা, মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা
নিয়মে বদল এনে এবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী ওই সকল জিনিসপত্র এবং মাসিক আয় ১৫ হাজার টাকার বেশি হলেও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন এবং আবেদনকারী যোগ্য হলে তাকে প্রকল্পের টাকা দেওয়া হবে। সুতরাং নিয়মে এমন বদল আনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই অনেক মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।
অন্যদিকে যদি কোন ব্যক্তির তিন অথবা চারচাকা গাড়ি থাকে, ৫০ হাজার টাকা বা তার বেশি কিষান ক্রেডিট কার্ডের সুবিধা পেয়ে থাকেন, পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি থাকে, পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্সের আওতায় হন, ২.৫ একর বা তার বেশি জমির মালিকানা থাকে তারা এই প্রকল্পের আওতায় টাকা পাওয়ার সুযোগ পাবেন না। এছাড়াও যাদের পাকা ঘর, টাকা দেওয়াল, দুটির বেশি ঘর রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় থাকা যোগ্য আবেদনকারীকে সমতল এলাকার জন্য ১.২০ লক্ষ টাকা এবং পাহাড় আদিবাসী অথবা পিছিয়ে পড়া এলাকার যোগ্য আবেদনকারীকে ১.৩০ লক্ষ টাকা দেওয়া হয়।