Delhi Election Result: এবার কোন দল দিল্লির বিধানসভা ভোটে জয়ের পতাকা ওড়াবে? বিজেপি নাকি আম আদমি পার্টি? কংগ্রেস কি তাদের হারিয়ে যাওয়া জায়গা আবার ফিরিয়ে আনতে পারবে? সব উত্তর পাওয়া যাবে এই প্রতিবেদনে। বুথ ফেরত বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, কারো সমীক্ষায় বিজেপি এগিয়ে, আবার কোথাও সমীক্ষায় এগিয়ে আম আদমি পার্টি। কিন্তু মানুষ কোন দলের ওপরে আস্থা রেখেছে জানা যাবে এই প্রতিবেদনে।
মোট ৭০ টি আসন রয়েছে দিল্লির বিধানসভাতে। যদি কোন দল একা সরকার গড়তে চায় তাহলে তাকে জিততে হবে ৩৬টি আসন। লড়াই এবার ছিল ত্রিমুখী। আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেসের মাঝে। জাতীয় স্তরে বিরোধী জোট I.N.D.I.A-র শরিক হলেও, দিল্লির সিংহাসন দৌড়ের লড়াইয়ে কিন্তু আম আদমি পার্টি এবং কংগ্রেস পরস্পরের প্রতিপক্ষ। পাশাপাশি রাজধানীতে নিজেদের আধিপত্য বিস্তার করতে প্রাণপণ চেষ্টা করছে বিজেপি। তবে জয়ের হাসি (Delhi Election Result) কে হাসবে তা সময় বলবে।
জনগণকে এবার সাক্ষী থাকতে চলেছে, দিল্লির বুথে ঘটে যাওয়া কোন চমকপ্রদ ঘটনার? গত দুটি বিধানসভা নির্বাচনে আম আম আদমি পার্টির (Aam Aadmi Party) ঝাড়ু সাফ করে দিয়েছিল বিজেপি মোদি-শাহের স্বপ্নকে। আদৌ কি ক্ষমতায় আসতে পারবে বিজেপি (Delhi Election Result)? নাকি দিল্লিবাসী এবার শূন্য হাতে ফেরাবে অরবিন্দ কেজরিওয়ালকে? মানুষ কোন দলের ওপরে ভরসা রাখবে তা বলা মুশকিল। বহু বছর বাদে কংগ্রেসকে খাতা খুলতে পারবে দিল্লিতে? ভোট কাটাকাটি শেষ অবধি নির্ণায়ক হয়ে উঠবে না তো? বর্তমানে সকলেই তাকিয়ে রয়েছে মানুষের রায়ের দিকে।
আরও পড়ুন: হিংসার পথ ছেড়ে অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করার পরামর্শ, এ যেন অচেনা অনুব্রত মণ্ডল
বুথফেরত সমীক্ষা যদিও বিজেপি-কে এগিয়ে রেখেছে। আম আদমি পার্টি সমীক্ষা প্রত্যাখ্যান করেছে। তারা নিশ্চিত দিল্লিতে আবারও ক্ষমতায় আসবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দলের নেতা গোপাল রাইয়ের দাবি, তাঁদের দল ৫০টির বেশি আসনে জয়ী হবে (Delhi Election Result)। আবার, বিজেপি-র রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবের দাবি, ৫০ টি আসন তারাই পাবে। কেজরিওয়ালের প্রতি দিল্লির মানুষের আর আস্থা নেই
ভোটের তালিকা নিয়ে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে দিল্লিতে। আম আদমি পার্টি থেকে শুরু করে কংগ্রেস প্রশ্ন তুলেছে বিভিন্ন জায়গায় নতুন ভোটারদের নাম সংযুক্ত করা হয়েছে। মহারাষ্ট্র, হরিয়ানার উদাহরণ টেনে সরাসরি নির্বাচন কমিশনারকে নিশানা করেছে তারা। আম আদমি পার্টি দাবি করেছে যে, দিল্লির বিধানসভা নির্বাচনে প্রত্যক্ষভাবে লড়াই করছে না বিজেপি। বরং তাদের হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে নির্বাচন কমিশন এবং দিল্লির পুলিশ। ভোটার তালিকা সংক্রান্ত বিশদ তথ্য কেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তুলেছে তারা। বিভিন্ন রকমের প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি এবং কংগ্রেস। আর সেই আবহেই নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে।