সর্বহারা শিশুদের জন্য মাসে মাসে ৪০০০ টাকা, অভিনব প্রকল্প কেন্দ্রের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের মোদি সরকারের অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করেছে সরকার। এই সকল কর্মসূচির মধ্যে আবার বেশ কিছু প্রকল্প চালু করছে কেন্দ্র সরকার। এরইমধ্যে সর্বহারা শিশুদের জন্য একটি অভিনব প্রকল্প শুরু করলো কেন্দ্র।

কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন স্কিম’। ৩০ মে অর্থাৎ সোমবার কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করে। এই প্রকল্পের মাধ্যমে সর্বহারা শিশুদের মাসে মাসে ৪০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। করোনা অতিমারিতে এরকম শিশু অনেকেই রয়েছেন, যারা এই এই সময় বাবা ও মা উভয়কেই হারিয়েছেন।

এই ধরনের শিশু যারা স্কুলে যান তাদের স্কলার্শিপের জন্য একটি করে পাসবুক এবং স্বাস্থ্য পরিষেবার জন্য একটি করে আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। ইতিমধ্যেই যারা এই প্রকল্পের আওতায় চলে এসেছেন তারা এই পাসবুক এবং স্বাস্থ্য কার্ড পেয়ে গেছেন।

এই প্রকল্পের সুবিধা হিসেবে, যারা প্রফেশনাল প্রশিক্ষণ অথবা উচ্চশিক্ষার জন্য লোন নিতে চান তাদের পিএম কেয়ার্স থেকে তা দেওয়া হবে। এছাড়াও প্রতিদিনের খরচ বাবদ মাসে ৪০০০ টাকা রয়েছেই। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় স্বাস্থ্য কার্ডে থাকবে ৫ লক্ষ টাকার সুবিধা।

সর্বহারা এই সকল শিশুদের নাম নথিভুক্ত করার জন্য কেন্দ্রের তরফ থেকে একটি পোর্টাল চালু করা হয়েছে। সেই পোর্টালটি হলো https://pmcaresforchildren.in/।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্প নিয়ে জানিয়েছেন, এই প্রকল্পের বৈশিষ্ট্য হলো পিতা-মাতাহীন শিশুদের সুরক্ষা প্রদান করা। তাদের শিক্ষাদান থেকে শুরু করে স্বাস্থ্য, সবদিক দিয়ে সঠিক ভাবে বড় করে তোলা। এই প্রকল্পের আওতায় সর্বহারা শিশুরা ২৩ বছর পর্যন্ত আর্থিক সাহায্য পাবে। পাশাপাশি ১৮-২৩ বছরের মধ্যে কারোর প্রয়োজন হলে ১০ লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হবে।