নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালের আগে পর্যন্ত দেশের বিরাট সংখ্যার মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। দেশের বড় সংখ্যার মানুষের ব্যাংক অ্যাকাউন্ট না থাকা যেকোনো সরকারের পক্ষেই চিন্তার কারণ। এই লক্ষ্যে দেশের প্রতিটি মানুষকে ব্যাংকের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করে কেন্দ্র।
দেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয় PM Jan Dhan Yojana। এই প্রকল্পের আওতায় গ্রাহকদের একাধিক সুবিধা দেওয়া হয় এবং সেই সকল সুবিধার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে ব্যাংকিং পরিষেবায় যুক্ত হতে থাকেন। এই প্রকল্পের আওতায় যাদের নাম রয়েছে তাদের কেবলমাত্র অ্যাকাউন্ট থাকলেই মিলবে লাখ টাকার সুবিধা।
বিষয়টি অনেকের বিশ্বাস নাও হতে পারে, তবে বিশ্বাস না হলেও কিন্তু সত্যি। কারণ প্রধানমন্ত্রী জন ধন যোজনা প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট থাকলে গ্রাহকদের মিনিমাম ব্যালেন্স মেনটেন করার প্রয়োজন হয় না। এছাড়াও আরও একাধিক সুবিধা থাকার কারণে ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট করেছেন ৪৭ কোটির বেশি মানুষ।
এই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত রয়েছে এমন গ্রাহকরা ১০ হাজার টাকা ওভার ড্রাফ্ট করার সুবিধা পাওয়ার পাশাপাশি ১ লক্ষ ৩০ হাজার টাকার বীমা পেয়ে থাকেন। এই অ্যাকাউন্ট হোল্ডারদের একটি রূপে ডেবিট কার্ড দেওয়া হয়। সেই ডেবিট কার্ডের মাধ্যমেই ওভার ড্রাফ্ট করার সুবিধা পান গ্রাহকরা এবং সেই ডেবিট কার্ড ব্যবহার করলেই পাওয়া যায় ১ লক্ষ ৩০ হাজার টাকার বিমা।
জন ধন যোজনা প্রকল্পের আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার ক্ষেত্রে গ্রাহকরা যেকোনো ব্যাংকে যোগাযোগ করতে পারেন। ব্যাংকে গ্রাহকের বিভিন্ন নথি যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, গেজেটেড অফিসারের স্বাক্ষরিত মানরেগা জব কার্ড ইত্যাদি দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়।