নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রের মোদি সরকার ২০১৯ সালে চালু করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মধ্য দিয়ে কৃষকদের বছরে ৬০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা তিন কিস্তিতে দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই প্রকল্প শুরু হওয়ার পর ১০টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। ১১তম কিস্তির অপেক্ষায় কৃষকরা।
গত বছর অর্থাৎ ২০২১ সালে কৃষকরা, যাদের এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত রয়েছে তারা অষ্টম কিস্তি পেয়েছিলেন ১৪ মে। সেইমতো মনে করা হচ্ছে চলতি বছর মে মাসের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ১১তম কিস্তির ২০০০ টাকা। পাশাপাশি এবারও মনে করা হচ্ছে, ১৪ মে অথবা তার একদিন এদিক-ওদিক করেই এই টাকা অ্যাকাউন্টে চলে আসতে পারে।
যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি কবে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে প্রবেশ করবে। তবে যেদিন এই টাকা কেন্দ্রের তরফ থেকে ছাড়া হবে সেই দিনই দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে প্রবেশ করে যাবে। পরিসংখ্যান বলছে আপাতত দেশের ১২ কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন।
তবে এর পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, যে সকল কৃষকদের এখনো পর্যন্ত ই-কেওয়াইসি সম্পন্ন করা সম্ভব হয়নি তাদের আগামী ৩১ মের মধ্যে তা করে নিতে হবে। এই ই-কেওয়াইসি না করা হলে অ্যাকাউন্টে টাকা আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আবার এক্ষেত্রেও মনে করা হচ্ছে ই-কেওয়াইসি প্রক্রিয়া চলাকালীন টাকা পাঠানোর ক্ষেত্রে দেরী করা হতে পারে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অ্যাকাউন্টে ই-কেওয়াইসি করার জন্য উপভোগক্তাদের এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ pmkisan.gov.in এ প্রবেশ করতে হবে। সেখানে ই-কেওয়াইসি বিকল্প বেছে নিয়ে নিজেদের অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য ই-কেওয়াইসি করে নিতে হবে।