e-KYC করেও পিএম কিষাণের টাকা পান নি! এই উপায়ে মিলতে পারে টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশ তথা রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প চালু করে থাকে। এই সকল প্রকল্পের মধ্যে কেন্দ্রের অন্যতম একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রকল্প সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন।

Advertisements

কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকারের তরফ থেকে বছরে নগদ ৬০০০ টাকা সাহায্য দেওয়া হয়ে থাকে। কৃষকদের উৎসাহিত করা এবং আর্থিকভাবে সাহায্য করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ইতিমধ্যেই প্রায় ১৩ কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে কেন্দ্রের তরফ থেকে সম্প্রতি জানানো হয় e-KYC না থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।

Advertisements

কেন্দ্রের সেই নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ কৃষক তাদের e-KYC পূরণ করেছেন। তবে দেখা যাচ্ছে অনেক কৃষক রয়েছেন যারা আগে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেতেন, কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে। এমনকি তারা সরকারি নির্দেশিকা অনুযায়ী e-KYC করানোর পরেও সুবিধা পাচ্ছেন না।

Advertisements

কেন্দ্রীয় তরফ থেকে দেওয়া এই প্রকল্পের সুবিধা না পেয়ে অনেকেই বুঝতে পারছেন না কি করবেন! কারণ তারা নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যেই প্রয়োজনীয় e-KYC জমা করেছেন। এখন এরপরেও টাকা না পাওয়ায় তাদের কি করতে হবে? কি করলে তারা আগের মতই টাকা পাবেন?

e-KYC করা সত্ত্বেও যদি কোন কৃষক এই প্রকল্পের আওতায় টাকা না পেয়ে থাকেন তাহলে তাদের দ্রুত যোগাযোগ করতে হবে পিএম কিষাণ টোল ফ্রি নম্বরে। নম্বরটি হল ১৮০০১১৫৫২৬৬। এছাড়াও যোগাযোগ করা যেতে পারে ১৫৫২৬১, ০১১-২৩৩৮১০৯২ অথবা ২৩৩৮২৪০১, ০১১-২৪৩০০৬০৬, ০১২০-৬০২৫১০৯ নম্বরে। এছাড়াও কেউ যদি ইমেল মারফত টাকা না পাওয়ার বিষয়ে অভিযোগ জানাতে চান তাহলে তাকে ইমেল পাঠাতে হবে pmkisan-ict@gov.in আইডিতে।

Advertisements