নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের আর্থিক সহযোগিতার কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে আনা হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। ২০১৯ সালে এই প্রকল্প কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের কৃষকদের জন্য আনা হয়। এই প্রকল্পের আওতায় প্রতিবছর কৃষকদের তিন কিস্তিতে ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে।
এই প্রকল্পের আওতায় এবার কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকল্পে নাম নথিভুক্ত থাকা কৃষকদের ১১তম কিস্তির টাকা প্রদান করা হবে। তবে কবে এই টাকা প্রদান করা হবে তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে ১৫ এপ্রিলের মধ্যেই তারিখ ঘোষণা করে দিতে পারে কেন্দ্র সরকার। তবে এবার এই প্রকল্পের আওতায় টাকা পেতে হলে উপভোক্তাদের ই-কেওয়াইসি করতেই হবে।
টাকা প্রদানের ক্ষেত্রে এখনো হাতে কিছুটা সময় রয়েছে। সেই সময় থাকতে থাকতেই স্ট্যাটাস চেক করে নিতে হবে আপনার pm-kisan সম্মান নিধি প্রকল্পের আওতায় আগামী এপ্রিল-জুলাই ২০২২-এর কিস্তি পাবেন কিনা। কারণ এই ই-কেওয়াইসি করার শেষ দিন ছিল ৩১ মার্চ। যদিও সেই সময়সীমা বৃদ্ধি করে করা হয়েছে ৩১ মে।
উপভোক্তাদের ই-কেওয়াইসি হয়েছে কিনা তার স্ট্যাটাস দেখার জন্য তাদের যেতে হবে https://pmkisan.gov.in/ অফিশিয়াল ওয়েবসাইটে। এরপর হোমপেজের ডান দিকে থাকা ‘Farmers Corner’ অপশন বেছে নিতে হবে। এরপর ‘বেনিফিসিয়ারি স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে।
সেখানে নির্দিষ্ট জায়গায় আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে নিজের স্ট্যাটাস দেখে নেওয়া যাবে। সেক্ষেত্রে যদি ই-কেওয়াইসি সংক্রান্ত কোন সমস্যা থাকে তাহলে উপভোক্তাকে নিজের ই-কেওয়াইসি করে নিতে হবে।