আগস্টে কিষান সম্মান নিধির টাকা দেওয়ার আগেই বাংলার চাষীদের জন্য দুঃসংবাদ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের শেষ হয় ভোটের পর। দীর্ঘ টালবাহানা শেষে অবশেষে একপ্রকার চাপে পড়েই রাজ্য সরকার কেন্দ্রের এই প্রকল্পের টাকা বাংলার কৃষকদের দেওয়ার জন্য সম্মতি দেয়। সম্মতি দেওয়ার পর ইতিমধ্যেই লক্ষ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা পড়েছে। এবার দ্বিতীয় কিস্তি দেওয়ার পালা।

Advertisements

Advertisements

প্রধানমন্ত্রী অফিস সূত্রে জানা যাচ্ছে, বাংলার চাষিরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারেন আগামী ৯ আগস্ট সকাল ১১ টায়। বাংলার কৃষকরা এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেলেও দেশের অন্যান্য রাজ্য যেগুলিতে আগেই এই প্রকল্প চালু হয়ে গিয়েছিল সে সকল রাজ্যের কৃষকরা নবম কিস্তির টাকা পাবেন। তবে এই পরবর্তী কিস্তির টাকা পাওয়ার আগেই বাংলার লক্ষ লক্ষ কৃষকদের জন্য একটি খারাপ খবর এসেছে।

Advertisements

কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দেশের যে কোন রাজ্যের কৃষকরা স্বতঃপ্রণোদিত ভাবে অনলাইন পোর্টালে আবেদন করতে পারেন। কিন্তু আবেদন করার পর রাজ্য সরকারের তরফ থেকে সেই তথ্য যাচাই করার পরেই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য হিসাবে নির্বাচিত হন আবেদনকারী চাষী। গত মে মাসে রাজ্য সরকারের তরফ থেকে তথ্য যাচাই করে দেওয়া সংখ্যার পরিপ্রেক্ষিতে সাত লক্ষ চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের কিস্তির টাকা পাঠিয়েছে কেন্দ্র।

অন্যদিকে এরপর রাজ্য সরকারের তরফ থেকে আরও কয়েক লক্ষ কৃষকের তথ্য যাচাই করে পাঠানো হয়েছে। যাচাই করে পাঠানো সেই সকল কৃষকদের নথির সংখ্যা সম্পর্কে সূত্র মারফত জানা যাচ্ছে ৪৪ লক্ষ ৮৯ হাজার ৮৩১। তবে এর মধ্যে ২৪ লক্ষ ৩১ হাজার ৮৮৪ টি আবেদন মঞ্জুর করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। অন্যদিকে আবেদন বাতিল করা হয়েছে ৯ লক্ষ ৪৭ হাজার ৮৬১ জন কৃষকের নাম। অর্থাৎ এই আবেদন বাতিল করা প্রায় দশ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা টাকা পাবেন না।

তবে এই বিপুল সংখ্যক কৃষকের আবেদন কেন বাতিল করা হয়েছে তা এখনো জানা যায়নি। এর পরিপ্রেক্ষিতে নবান্নের তরফে কেন্দ্রকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে এই সকল কৃষকদের আবেদনপত্র বাতিল হওয়ার পিছনে কি কারণ রয়েছে।

Advertisements