সবাইকে পিছনে ফেলে ফের বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের তালিকায় শীর্ষে মোদি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসাবে ফের জনপ্রিয় এই রাষ্ট্রনেতাদের তালিকায় শীর্ষ স্থান অধিকার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তালিকায় তিনি অনেক পিছনে ফেলে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ পশ্চিমী দেশগুলির অনেক রাষ্ট্রনেতাদের।

Advertisements

জনপ্রিয় এই রাষ্ট্রনেতাদের তালিকা তৈরী করার ক্ষেত্রে এই সমীক্ষা চালিয়েছে ‘মর্নিং কলসাল্ট’ (Morning Consult) নামে একটি মার্কিন সমীক্ষা সংস্থা। এই সংস্থা প্রতি সপ্তাহে বিশ্বের ১৩টি রাষ্ট্রের রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তা নিয়ে তালিকা প্রকাশ করে থাকে। প্রতি সপ্তাহের শনিবার সেই তালিকা প্রকাশ করা হয়। সেই মোতাবেক গত শনিবার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে, এই সপ্তাহে বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসাবে শীর্ষ তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisements

ওই সমীক্ষা দলের সমীক্ষা অনুযায়ী এই সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন ৭০ শতাংশ রেটিং। এই সমীক্ষা সংস্থাটি ২০১৯ সাল থেকে যখন এই সমীক্ষা শুরু করে তখন থেকেই উল্লেখযোগ্যভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেটিং রয়েছে ৬০ শতাংশের উপরেই। এই সপ্তাহের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ তালিকায় থাকার পাশাপাশি আর কোন কোন রাষ্ট্রনেতা কোন তালিকায় রয়েছে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ ও’ব্র‌্যাডর। তিনি পেয়েছেন ৬৬ শতাংশ সমর্থন। তালিকায় তিন নম্বরে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (Mario Draghi)। চতুর্থ স্থানে জার্মানির চ‌্যান্সেলর অ‌্যাঞ্জেলা মর্কেল (Angela Merkel)।

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন রয়েছেন পঞ্চম স্থানে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রয়েছেন ষষ্ঠ স্থানে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ৪৪ শতাংশ মানুষের সমর্থন নিয়ে নেমে গিয়েছেন সপ্তম স্থানে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জনপ্রিয়তার এই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনায় অনেক নিচে নেমে গিয়েছেন।

Advertisements