বাইডেন, জনসনকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদি, বলছে মার্কিন সংস্থা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির এই জনপ্রিয়তার সামনে পিছনে পড়ে গেলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, রবিস জনসন সহ প্রাশ্চাত্যের আরও একাধিক দেশের নেতারা। এমনটাই বলছে মার্কিন এক সংস্থা।

Advertisements

মার্কিন সংস্থা মর্নিং কলসাল্ট এই সমীক্ষা চালিয়েছে। কয়েকশো কোটি ডলারের এই সংস্থা তথ্য বিশ্লেষণের কাজ করে থাকে। প্রতি সপ্তাহে এই সংস্থা বিশ্বের ১৩টি রাষ্ট্রপ্রধানের জনপ্রিয়তার পরিমাপ প্রকাশ করে থাকে। আর এই সংস্থা গত শনিবার যে জনপ্রিয়তার পরিমাপ প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে জনপ্রিয়তার নিরিখে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisements

জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭০% সমর্থন পেয়ে তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। তিনি এই প্রথম স্থান অধিকার করার সাথে সাথে পিছনে পড়ে গিয়েছেন জো বাইডেন, অ‌্যাঞ্জেলা মর্কেল, বরিস জনসন, জায়ের বলসোনারো, ম‌্যাক্রোর মতো রাষ্ট্রনেতারা।

Advertisements

সংস্থার প্রকাশিত তালিকা অনুযায়ী জনপ্রিয়তার এই পরিমাপের দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ ও’ব্র‌্যাডর। তিনি সমর্থন পেয়েছেন ৬৪ শতাংশ। তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। জার্মানির চ‌্যান্সেলর অ‌্যাঞ্জেলা মর্কেল ৫২% সমর্থন পেয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।

অন্যদিকে এই তালিকায় পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। তার জনপ্রিয়তার জন্য তিনি সমর্থন পেয়েছেন ৪৮ শতাংশ। জো বাইডেনের এই জনপ্রিয়তা কমে যাওয়ার মূলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জনপ্রিয়তার এই তালিকায় আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সমানে রয়েছেন অর্থাৎ তিনিও রয়েছেন পঞ্চম স্থানে। পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৪৫ শতাংশ সমর্থন পেয়ে এই তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন।

অন্যদিকে এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার সমর্থন রয়েছে ৪১ শতাংশ। এই তালিকায় ৩৯% সমর্থন পেয়ে অষ্টম স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো।

Advertisements