নিজস্ব প্রতিবেদন : গত দু’বছর ধরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার বিশ্বস্ত সঙ্গী হিসাবে দুটি গাড়িকেই দেখা যেত। একটি গাড়ি হলো রেঞ্জ রোভার ভগ এবং অন্যটি টয়োটা ল্যান্ড ক্রুজার। তবে এবার তিনি বদলে ফেললেন তাঁর বাহন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাহন হিসেবে সম্প্রতি লক্ষ্য করা গিয়েছে মার্সিডিজ মেবেক এস ৬৫০ গার্ডকে। অত্যাধুনিক প্রযুক্তি এবং মজবুত নিরাপত্তা কাঠামোর কারণে এই গাড়িটি যেকোন দেশের একজন রাষ্ট্রপ্রধানের যোগ্য বাহন হিসাবে মনে করা হচ্ছে। এই গাড়ি অনায়াসে রুখে দেবে বর্মভেদী গুলি থেকে একে-৪৭-এর গুলি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই গাড়িতে দেখা যায়। এই গাড়িতে তাকে দেখা যাওয়ার পরেই চর্চা শুরু হয় তার এই নতুন বাহন নিয়ে।
এই নতুন গাড়ি চর্চার মূল্যে আসবে এর দাম নিয়ে। প্রথমদিকে শোনা যাচ্ছিল এই গাড়ির দাম নাকি ১২ কোটি টাকা। যদিও বুধবার সেই সকল সমস্ত দাবিকে নস্যাৎ করে সরকারি ভাবে জানানো হয়, এই গাড়ির দাম এতো নয়। সরকারি ভাবে জানানো হয় এই গাড়ির দাম চার কোটি টাকা। পাশাপাশি এটাও দাবি করা হয়, কোন আপগ্রেড হিসাবে এই গাড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বরাদ্দ করা হয়নি। রুটিন পরিবর্তন হিসেবেই এই গাড়ি বরাদ্দ করা হয়েছে।
গাড়ির দাম নিয়ে যেমন দেশজুড়ে চর্চা চলছে বেশ কয়েকদিন ধরে ঠিক তেমনি আবার এর একাধিক বিশেষত্ব নিয়েও চর্চার শেষ নেই। নিরাপত্তা এই সকল দিক বিচার করেই দেশের জনপ্রিয় এক রাষ্ট্রপ্রধানের জন্য এমন মডেলের এই গাড়ি বেছে নেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, এই গাড়ির জানালায় রয়েছে পলিকার্বনেটের আস্তরণ। এই আস্তরণ স্টিলের বুলেট রুখে দিতে সক্ষম। পাশাপাশি এই গাড়িটি বিস্ফোরণ রুখে দেওয়ার ক্ষমতাও রাখে। যে কারণে এই গাড়িতে জুটেছে ইআরভির তকমা। গাড়ি থেকে মাত্র ২ মিটার দূরে ১৫ কেজির টিএনটি বিস্ফোরণ হলেও কোনো রকম আঁচ লাগবে না এই গাড়িতে। একইভাবে এই গাড়ি গ্যাস হামলাও রুখে দিতে পারে। গ্যাস হামলা হলে পরিস্রুত বাতাস সরবরাহ করবে গাড়ির নিচের চেম্বার।